কর্পোরেট লাইফে কিছু জিনিস জানাটা খুব জরুরী।তারমধ্যে অন্যতম হলো- “কোথায় থামতে হবে সেটা জানা”।
আমাদের জীবনে এমন অনেক সম্পর্কই বিরাজ করে যেগুলি মুলত আমাদের জীবনের স্বাভাবিক গতিকে রোধ করে দেয়।যেকোন সম্পর্কের মুল বেইজ হলো,একে অপরের প্রতি সম্মান বজায় রাখা এবং ভালো রাখার ট্রাই করা।
কর্পোরেট কালচারের আবেগের স্থান নেই।এখানে আপনি আবেগ কিংবা দরদ দেখাতে গেলেই তার নিকট সম্মান নষ্ট করবেন এবং তার দ্বারা বিপদে পড়বেন।
তাই এই ব্যালেন্স যারা করে চলতে পারে,তাদের জন্য অনেক কিছুই খুব সহজ হয়ে যায়।
না পারলে শিখে নিন,এটাকে স্কিপ করার কোন সুযোগ নেই।