প্রোডাক্ট ফটোগ্রাফির গুরুত্ব বোঝাতে যেয়ে আমি এই কথাটা আমার সকল ক্লায়েন্টকে বোঝায় যে, আমরা অনলাইনে পন্য কিনিনা,আমরা কিনি ছবি।কথাটার সাথে আপনার মতের মিল থাকা বা না থাকাতে আসলে আমার বলাটা পরিবর্তন হবেনা।
একবার নিচের ছবিগুলির দিকে তাকান তো, নরমালি একসেট কফি চেয়ার এবং একটা আরামদায়ক চেয়ারকে আপনি যেভাবে দেখছেন,প্রোডাক্ট ফটোগ্রাফির পরে, প্রেজেন্টেশন কি একই রকম আছে?
আপনারাই বলুনতো- আমরা একটা পন্যকে কিভাবে দেখতে চাইবো?যেকোন পন্যকে ঠিক তার মানানসই জায়গায় উপস্থাপনের মাধ্যমেই মুল সৌন্দর্য্য ফুটিয়ে তোলা সম্ভব।আর সেটারই যদি মিসিং থাকে,তাহলে আপনি কাষ্টমারকে আকর্ষন করবেন কিভাবে?