বিজনেস করার জন্য কিংবা ক্যারিয়ারের জন্য বিরাট বড় স্বপ্ন দেখলেন,সেইজন্য অনেক ভালো করে কমপ্লিট একটা প্ল্যান ও করলেন কিন্তু বছর শেষে দেখলেন,টার্গেট এচিভ করতে পারেন নি।
এমন অনেকেই বছরের এই শেষ সময়ে এসে হাল ছেড়ে দেন এবং ভাবতে থাকেন যে,সামনের থেকে আবার ঠিক করে ফেলবো সব ইনশাআল্লাহ। এইজন্য এখন কাজের গতি থাকবে কম।অনেকেই এই প্ল্যানেই চলবেন আর এটাই হলো ভুল।
প্ল্যান করে দৌড়ালেই হবেনা। মাসিক,কোয়াটারলি,হাফ ইয়ারলি ও ইয়ারলি রিভিউ করতে হবে প্ল্যান।বিজনেস কখনোই আন্দাজে নয়।এটা কমপ্লিট ক্যালকুলেটিভ ব্যাপার।