রাতে বেশ সময় নিয়ে ব্লগ আর ফেসবুক গ্রুপের পোষ্ট পড়তে পড়তে আধিরার প্রায় ই রাত হয়ে যায় অনেক এজন্য সকালে উঠতে লেট হতো কিন্তু সে উদ্যোক্তা হবার পরে এই অবস্থার একটু চেঞ্জ এসেছে। যদি ও আধিরা কেবল ই শিক্ষার্থী।
আধিরার গল্পের শুরু আজ থেকেই হোক…
খুব ভোরে শীতের সময়ে বের হওয়া কষ্টের জেনে ও আধিরা তার চাচত বোন নাদিরা ও ভাই আশফাকের সাথে রস খেতে বেরিয়ে গেলো।
রস খেয়ে ফিরে আসার সময়ে আধিরা দেখতে পেলো তার চাচাতো ভাই এর বউ ডালিয়া মানে আধিরার ভাবী নিপুন হাতে ভাবা পিঠা আর চিতই পিঠা বানাচ্ছে।
আধিরা দৌড় দিয়ে চলে গেলো ভাবীর কাছে।
একটা মোড়া নিয়ে ভাবীর পাশে বসতে বসতে আধিরা জানালো ভাবী তোমার হাতের পিঠার যে দারুন ঘ্রান আসছে আমরা কিন্তু এটা শহরে বসে চিন্তায় করতে পারি না।
ভাবী বলে যাহ কি যে বলিস তুই।
আধিরা- সত্যি বলছি ভাবী, এগুলি আমাদের কাছে দুর্লভ
ভাবী- যাক বাবা তবু তো এগুলির জন্য হলেও বাড়িতে আসতে হবে।
আধিরা – কেন ভাবী বাড়িতে তো মানূষ এমনি তেই আসবে কিন্তু এই পিঠা তো তুমি শহরেও পাঠাতে পারো।
ভাবী- তুই এসেই খাবি, আবার চাইলে পাঠাবো
আধিরা- আরে সোনা ভাবী আমি তো য়ামার একার কথা বলি নাই, আমি শহরের সবার কাছে এই সতেজ পিঠা পৌছে দেবার কথা বলছি।
ভাবী- মানে?
আধিরা- আরে মানে হলো হোম মেড রেষ্টুরেন্ট থেকে চলে যাবে পিঠা সারা দেশে।
ভাবী- সেসব আবার কি? আমায় লোকে কিভাব চিনবে?
আধিরা- কেন? এই যুগে এসে কেউ এসব বলে?
ভাবী- আমি তো আর এই যুগের সব বুঝি না রে পাগলি।
আধিরা- সব কি বোঝা লাগে নাকি? এজন্য ওয়েব ব্লগ আর ফেসবুক গ্রুপ আছে।
ভাবী- আরে ইন্টারনেট দিয়ে ফেসবুক চালিয়ে সবার ছবি দেখা যায় আর একই সাথে ম্যাসেঞ্জারে ও ইমো তে কথা বলা যায় তা তো জানি কিন্তু এসব দিয়ে কি এত কিছু করা যায়?
আধিরা- হ্যাঁ ভাবী অনেক কিছুই করা যায়।চলো শিখিয়ে দিই তোমায়।
ভাবী- আরে না না এখন এসব করলে তোমার ভাই আমাকে বকবে কারন আগে পিঠা বানাতে হবে আর তোমায় খেতে দিতে হবে।
সবার সকালের নাস্তা দিতে হবে।
আর আমি যদি সারা দিন মোবাইল হাতে নিয়ে বসে থাকি তাহলে ও সমস্যা আছে।
আধিরা- বুঝেছি, আমাকেই এসব ম্যানেজ করতে হবে।
আমি তোমায় শিখিয়েই শুনবো ভাবী, যদি তুমি চাও।
ভাবী- আমি তো চাই নিজের পরিচয় তৈরি করতে কিন্তু কীভাবে হবে?
এত সময় কীভাবে দিব?
আধিরা- ভাবী, মোবাইল দিয়েই কীভাবে ১০০ দিনে তুমি উদ্যোক্তা হবে সেটা নিয়ে একটা বই ও আছে।
আমি তোমায় সেটা থেকেই শেখাবো।
ভাবী- ওয়াও দারুন তো, এই বই হলে আমার একটু ভালো হয় আমি রাজী আছি ননদিনি।