উদ্যোক্তা আর ব্যাবসাদার এই দুইটা বুঝতে বেশ সময় লাগবে জেনে আধিরা বললো ভাবী একটু চলো মুড়ি মাখিয়ে খায়।
ভাবী বললো আচ্ছা ঠিক আছে আমি ব্যাবস্থা করি।
সব রেডি করে ডালিয়া ফিরে আসতেই আধিরা জানালো ভাবী আমরা তো কেনা তেল টা ব্যাবহার না করে
Ratna Rani Dev
দিদির হাইজিনিক ফুডের আচার সহ তেল টা ব্যাবহার করতে পারি।
ভাবী- সে কি গো? এই আচার ও পাওয়া যায়?
আধিরা- সব পাবে যা তুমি চাও ভাবী সব।
ভাবী- এত কিছু জানি না আমি জানতে চাই।
আধিরা- আচ্ছা চলো মুড়ি খেতে খেতে আলোচনা শুরু করি
ভাবী- “সকল উদ্যোক্তাই ব্যবসায়ী কিন্তু সকল ব্যবসায়ী ই উদ্যোক্তা নয়।”
এইটা একটু বোঝাও আমায়।
আধিরা-
আগে আমরা ব্যাবসায়ী কাদের বলে সেটা জেনে নিই-
যারা বংশ পরিক্রমায় পুর্ব পুরুষের ব্যবসা পরিচালনা করেন এবং অনেক বেশী মূলধন নিয়ে সচরাচর বা আমাদের মাঝে প্রচলিত লাভজনক ব্যবসাগুলো শুরু করেন তাদেরকে মুলত ব্যবসায়ী বলা হয়।
ভাবী- আরে বাহ তুমি এত ভালো জানো ননদিনী, ওয়াও হলো।
আধিরা- আরে ভাবী এগুলি সৌভিক ভাই বলেছেন।মানুষ তাকে গুরু, ওস্তাদ বস কত কি বলে।
ভাবী- আমি ও বলবো, এই লোকের মাথায় আছে বোধহয় কিছু তাই না গো?
আধিরা- ভাবী রাত পার হয়ে যাবে আগে শুনে নাও।
ভাবী- তাহলে এবার জানতে চাই এতে কেমন কি লাগবে?
আধিরা- “ব্যবসা করতে বেশী পরিমাণের মূলধন লাগে কিন্তু উদ্যোক্তা হতে দরকার মেধা, শ্রম, বুদ্ধি আর অদম্য ইচ্ছাশক্তি।”
ভাবী- একটু উদাহরন দিয়ে বোঝাও ননদিনী।
আধিরা- আচ্ছা ভাবী, তাহলে শোনো।
যদি বলি তোমাকে বাড়ি থেকে ৫০০০০/১০০০০০ টাকা দেওয়া হবে তুমি এটা দিয়ে বড় ব্যবসায়ী হবে।
তখন কি বলবে?
ভাবী- আরে এত কম টাকা দিয়ে ব্যবসা করা যাবে কিন্তু বড় ব্যবসায়ী হওয়া যাবে না ।
আধিরা- তাহলে যদি তোমাকে ১০ লক্ষ টাকা দেওয়া হয় তখন তুমি হয়তো একটা দোকান খুলে ব্যবসা শুরু করবে তাই না?
ভাবী- আরে তা তো করবো হয়তো।
আধিরা-
ধরি, তুমি এলাকায় একটা মুদিমালের দোকান দিলে আর প্রতিমাসে গড়ে ৫০ হাজার টাকা লাভ থাকলো।
তাহলে দুইবছরে কত আসে ভাবী?
ভাবী- ওরে আল্লাহ ননদিনী, ২ বছরে হবে ১২ লক্ষ টাকা । আমি তো বড় ব্যাবসায়ী হয়ে যাবো।
আধিরা- না ভাবী, এইভাবে বড় ব্যবসায়ী হওয়া যাবে না । অর্থাৎ বড় ব্যবসায়ী হতে হলে তোমাকে অনেক বেশী পরিমাণের টাকা বিনিয়োগ করতে হবে এবং বড় ব্যবসা করতে হবে। আই না?
ভাবী- এমন টাই তো সবার ধারনা থাকে ননদিনী, আবার না কর কেন?
আধিরা- যদি তোমার মেধা, শ্রম, বুদ্ধি, অদম্য ইচ্ছাশক্তি ও বাস্তবধর্মী আইডিয়া থাকে তাহলে তুমি উদ্যোক্তা হতে পারবে অর্থাৎ বড় ব্যবসায়ী হতে পারবে।
ভাবী- কিন্তু কিভাবে?
আধিরা- বাস্তবধর্মী আইডিয়া / বুদ্ধি বের করতে হবে এবং সাথে অদম্য ইচ্ছাশক্তি লাগবে কারণ তোমাকে অনেক বেশী পরিশ্রম করতে হবে এবং প্রথম দিকে ধৈর্য্য ধারণ করে লেগে থাকতে হবে।
ভাবী- হুম বুঝলাম ননদিনী। দারুন ছিলো আমার জন্য।
আমি আরো শিখতে চাই।
আধিরা- সৌভিক ভাইয়া আছে তো সেজন্য।
চলো এখন এই পর্যন্ত।
চলবে….