অনলাইন উদ্যোক্তার ১০০ দিন (সম্পূর্ন গাইডলাইন ০৪)

 

রাতে আর ভালো ঘুম এলো না ডালিয়ার, কিন্তু আধিয়া ঘুমিয়ে গেছে বিধায় এখন ডালিয়া বই টা হাতে নিয়ে দেখলো যেটা আধিরা পড়ছিলো।
বই টির নাম- অনলাইন উদ্যোক্তার ১০০ দিন
এটা দেখে ডালিয়ার আগ্রহ বেড়ে গেলো অনেক, আর সে বই টা খুলে পড়া শুরু করলো।
সে দেখতে পেলো প্রথমেই সৌভিক ভাই আলোচনা করেছেন-
কি সব কথা বার্তা যেন, সেগুলি মন লেখা ছিলো-
সৌভিক ভাই ও ওনার একজন পরিচিত ব্যাক্তি নাম হলো

Ferdousi Akhter

তিনি বিজনেস করতে চাইছেন নতুন করে তাই ভাইয়া কে জিজ্ঞাস করলেন যে কি করবেন।

ভাইয়ার উত্তর এমন-
আমরা ব্যাবসা অনেকেই করতে চাই আবার উদ্যোক্তা ও অনেকেই হতে চাই।কিন্তু সেটির জন্য জানতে হবে অনেক এটা যেন আমাদের মাথায় আসে না একেবারেই।
হঠাত পাশে থাকা

Abida Khan Shompa

আপু বলে উঠলেন যে কেন আমরা কি লেখাপড়া করি নাই আগে?

এর জন্য আর নতুন কি?
পড়তে পারবো ভয় নেই।
কিন্তু

Asma Haque Bristy

আপুর প্রশ্ন হলো এত পড়তে কেব হবে?

ডালিয়া একটু পাশ ফিরে আবার মনযোগ দিয়ে পড়তে শুরু করলো সৌভিক ভাই বলছেন –
ভাবুন তো একটা কোম্পানিতে চাকুরী করা বা কারো অধীনে কাজ করার জন্য আমরা না বুঝেই ১৫/২০/২৫ বছর ও লেখাপড়া করে থাকি কিন্তু তার মধ্যে নিজের স্বপ্ন খুব কম ই জায়গা পায়।
অথচ আমরা আমাদের নিজেদের স্বপ্নকে সয়ার স্মাওনে আনবো আর পড়তে চাইবো না তা কি হয়?
এই লেখাপড়া আর উদ্যোক্তা হবার কি সম্পর্ক তা আস্তে আস্তে আপনারা এই ১০০ দিনে বুঝে যাবেন।
আমরা সবাই জানি ব্রান্ডিং একটা বড় ফ্যাক্ট বিজনেসে অথচ আমরা একটু তথ্য নির্ভর পোষ্ট বা বড় পোষ্ট পড়তে অনিহা প্রকাশ করি।
সৌভিক ভাইয়া কে থামিয়ে দিলো

Taslima Alam Munia

আপু এবং বললেন যে ভাই আপনি লিখতে থাকেন। আর কিছু আমাদের বলতে হবে, ঠিক মেনে চলবো সব টা।

Taslima Ferdoush Fuara

আপুর প্রশ্ন এফ-কমার্সের শুরুটা কীভাবে করবো?

সৌভিক ভাইয়া উত্তর দিচ্ছেন এভাবে-
একজন উদ্যোক্তার জন্য তার তিনটি মেইন বেইজমেন্ট কি অথবা তিনটি প্রধান ক্যাপিটাল আসলে কি?
✅ উদ্যোগের নাম নির্বাচন
✅ ডোমেইন
✅ লোগো
এই তিনটি হলো আপনার মুল ক্যাপিটাল।
কিন্তু এটা বলার সাথে সাথেই

Munny Mohosin

আপুর প্রশ্ন হলো-

কেন?
সৌভিক ভাই বলছেন-
কারন এগুলি আজীবনের জন্য একবারে ই করতে হবে, এটার উপরেই নির্ভর করবে সব কাজ।
এবার তাহলে আমাদের আলোচনা করে জানান শুরু কীভাবে করা উচিত এটা বলে উঠলেন

Nadira Rahman Dipu

আপু।

✅ সর্ব প্রথম আমাদের একটি সুন্দর নাম নির্বাচন করে সেই নামে ফেসবুক পেইজ খুলতে হবে।
✅ ফেসবুকে পেইজ অনেকেই খুলতে পারেন ইভেন সবাই কিন্তু ব্যাবসায়িক উদ্দেশ্যে কি পেইজ খুলতে পারেন? না পারলে কমেন্ট করবেন আমি একটা পোষ্ট করে দিব।
✅ পেইজ খোলা হলে এবার একটা লগো বানাতে হবে।
যেটা হবে ইউনিক এবং আকর্ষনীয়।
Jannatul Ferdous Snigdha

আপুর প্রশ্ন আচ্ছা লোগো টা নিয়ে একটু জানতে চাই-

সৌভিক ভাইয়া বললেন আমার ব্লগে আর গ্রুপের পোষ্টে আছে তো, এছাড়া এই সিরিজে ও আলোচনা হবে।
Shanzida Afrin Kanta

আপু জিজ্ঞাস করলেন পেজ খোলা হয়ে গেলে কি করবো?

✅ পেজ খোলা শেষ এবার পেইজ টা কে গোছাতে হবে।
জানালেন সৌভিক ভাই।
✅ অবশ্যই পেজের কভার ইমেজের একটা সাইজ আছে, কোন প্রফেশনাল ডিজাইনারের কাছ থেকে ঐ মাপ অনুযায়ী আপনার লগো কে প্রেজেন্ট করুন যেন সকলের চোখে আপনার পেজে ঢুকেই লগো টা পড়ে।
✅ এবার নজর দিন ফেসবুক পেইজের কভার ইমেজ বা ব্যানারে।
এইটা সুন্দর ও আকর্ষনীয় হয় না বলেই আপপনার পেজ বুষ্টিং করলেও লাইক কমেন্ট আসে না।তাই অবশ্যই আপনাকে এমন একটা ব্যানার বা কভার ইমেজ বানাতে হবে যেন আপনার ব্যাবসা কি নিয়ে সেটা সহজেই বোঝা যায় ইভেন ব্যাবসার ক্লিয়ার ইনফরমেশন যেন সেখানে থাকে।
✅ এবার আসুন ডেসক্রিপশন বক্সে, এখানে ২৫৫ ক্যারেক্টার এর মধ্যে আপনার ব্যাবসার উদ্দেশ্য কে বা পেজের কাজ কে তুলে ধরুন।
তাই এই ব্যাপারে একজন আর্টিকেল রাইটার বা এক্সপার্টের সাহায্য নেন।
✅ এবার আসুন পিন টু টপ পোষ্টে। এই পোষ্টে আপনার ব্যাবসা ও তার অর্ডার নিয়ম কানুন ও রিটার্ন পলিসি নিয়ে লিখে রাখুন যেন পেজে আসলেই সবার চোখে আগেগে পড়ে।
অনেক অজানা প্রশ্ন এলো ডালিয়ার মনে আর সে ঐ সময় ই উঠে লিখে নিলো খাতায় যা সে আধিরা কে কাল জিজ্ঞাস করবে বলে ভেবে রাখলো।
বই টা বন্ধ করতে যেয়ে সে দেখলো সেখানে লেখা রয়েছে-
আর মনে রাখবেন বাঘ যত শক্তিশালি ই হোক না কেন হাল চাষে কিন্তু গরু ই লাগে।
তার যে সেক্টরে যার পদচারনা সেই সেক্টরের জন্য তার সাহায্য নেন।
চলবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *