অনলাইন উদ্যোক্তার ১০০ দিন (সম্পূর্ন গাইডলাইন ০৫)

রাতে না ঘুমালেও ডালিয়াকে সকাল সকাল উঠতে হলো কেননা বাড়িতে অনেক মেহমান আর সে ই এখনো বাড়ির একমাত্র বউ।
বাড়ির উঠানে ডালিয়া কাজ শুরু করতেই দেখে আধিরা ও উঠে এলো।
ডালিয়া- কি ব্যাপার ননদিনী আজ এত সকাল সকাল উঠলে যে।
আধিরা- আরে ভাবী, কাল যে বান্দার বই টার কথা তোমায় বলছিলাম এটা তো তার ই বলা নিয়ম।
ডালিয়া- ব্যাপার কি? এত নিয়ম মানছো যে।
আধিরা- কোন ব্যাপার স্যাপার নাই ভাবিজী, আমি ওনার রাস্তায় হাঁটতে চাই তাই মানতে হচ্ছে। আর বলতে পারো আমি ও তার অনেক ফ্যান দের মধ্যে একজন।
ডালিয়া- যায় হোক, উঠেই যখন পড়েছো তখন চলো আমি রান্নাতে বসবো তুমি পাশেই এসে বসো।
আধিরা- আচ্ছা, আমি ফ্রেশ হয়েই চলে আসছি তুমি রেডি থাকো।
ডালিয়া চুলায় রান্না টা চাপিইয়ে চুলের খোপা টা ঠিক করে নিয়ে তরকারি কাটার প্রস্তুতি নিচ্ছে এমন সময় এলো আধিরা।
আধিরা- ভাবী বলো তো এত তোড় জোড় কিসের?
ডালিয়া- কাল রাতে আমি তোমার ঐ বই টা পড়তে শুরু করেছিলাম
আধিরা ভাবীর কথা কেড়ে নিয়েই বললো বাব বাহ, ঘুম নাই এখন ই?
ডালিয়া- তা তো হচ্ছে না, আমার অনেক আগ্রহ ও জন্মে গেছে এই উদ্যোক্তা হবার প্রতি।
আধিরা- ভাবী, সৌভিক ভাই কিন্তু এটাও বলেছে যে আগ্রহ থাকা ভালো কিন্তু যারা অতি আগ্রহী তাদের নিয়ে ওনার একটা বানী আছে-
“অল্পতেই হাজী, দুই দিন পরেই পাজী”
এমন হবে না তো?
ডালিয়া- না রে ভাই সেই দিন কি আর আছে?
আধিরা- আচ্ছা কি বুঝলে পড়ে?
ডালিয়া- মনের মধ্যে অনেক প্রশ্ন এখন, এটা বলেই ডায়েরি টা দেখালো চখের ইশারায়।
আধিরা- ওহ আচ্ছা তুমি জানতে চাও ডোমেইন জিনিস টা কি?
ডালিয়া- আরে হ্যাঁ আগে আমি এটা জানতে চাই।
আধিরা শোনো তাহলে আমি ভাইয়ার বই থেকে পরে শোনাচ্ছি-
একদিন সন্ধ্যায় সৌভিক ভাই আড্ডায় গেলেন সেখানে হঠাত

Abida Khan Shompa

আপু প্রশ্ন করলেন যে-

ডোমেইন কি?

সৌভিক ভাই জানালেন-
ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে ।
ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।
Ferdousi Akhter

বললেন যে আমাদের কে একটু উদাহরন দিয়ে বলেন।

সৌভিক ভাই আবার বলতে শুরু করলেন-
যেমন ধরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামেই তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই ।
হঠাত

Fatema Tuj Jannat Mou

আনালো যে পার্থক্য টা কি?

ডোমেইন নেম এবং মানুষের নামের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে। কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই,।
Limon Chakma

ভাই বললেন যে-

ঠিক মোবাইল নাম্বারটাকে উধাহরন হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারের সাথে আর কারো নাম্বারের হুবাহু মিল নেই ।
লিমন ভাই বলতেই আনন্দে চিল্লালেন

Swapna Ahmed

আপু যে আমি তো বুঝেই ফেলেছি।

সৌভিক ভাই বললেন-
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে ।
যেমন উদাহরন হিসেবে দেখতে পারেন www ডট ictcreation ডট com একটি ডোমেইন নেম । আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে।
যেমন; 10.196.001.002 একটি আইপি এড্রেস।
একটি ওয়েবসাইট এ বেশ কিছু অংশ থাকে।
Skshanzida Rahaman

প্রশ্ন করে বসলো যে- বন্ধু সেই অংশ গুলি কি কি?

সৌভিক-
যেমন; http://www ডট ictcreation ডট com একটি ডোমেইন নেম ।
এখানে,
“http://” অংশটুকু হচ্ছে প্রোটোকল,
“www.” হচ্ছে Hostname,
“ictcreation” হচ্ছে প্রতিষ্ঠানের নাম/ডোমেইন নেম/2nd Level Domain
এবং “.com” অংশটুকু হচ্ছে ডোমেইন এক্সটেনশন।
অর্থাৎ একটি সাইটের গঠনঃ প্রোটোকল//:ওয়েব.ডোমেইন নেম.ডোমেইন এক্সটেনশন ।
আলোচনার ফাঁকে

Ratna Rani Dev

দিদি এসে বললেন ভাই আজকের মত অফ যাক এখন একটু আচার খাও।

চলবে….

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *