ডোমেইনের কথা জানতে জানতেই রান্না শেষ করেছিলো ডালিয়া, সবাই কে সকালের নাস্তা করিয়ে নিয়ে পুকুর পাড়ে এসে বসলো ডালিয়া।পুকুরে মাছ ধরবে আজ সেটা দেখার জন্য আধিরা ও এসেছে।
এবারে গ্রামে আসার পরে আধিরার বেশির ভাগ সময় ডালিয়ার সাথে কাটছে বলে অন্য ভাই বন গুলা ডালিয়ার উপরে যেন একতু বিরক্তির ভাব প্রকাশ করছে।
কিন্তু আধিরার খুব ভালো লাগছে এই ভেবে যে সে আসলে চেয়েছিলো ভাবী তার স্বপ্ন পুরনের জন্য কিছু করুক।আর এই স্বপ্ন পুরনের সাথি হয়ে কাজ করার অভ্যাস ও নেশা টা আধিরার মাঝে দিয়েছে সৌভিক ভাই।আধিরার তো এটা ও মনে হয় যে এটা শুধু আধিরাকে না অন্য অনেকের মনেই এনে দিয়েছেন সৌভিক ভাই।
আধিরা আর ডালিয়া একত্রে বসে মাছ ধরা দেখতে লাগলো এদিকে হঠাত ই ডালিয়া জানোট চাইলো যে কত টাকা লাগে ডোমেইন কিনতে বা কোথা থেকে কিনবে?
আধিরা বললো যে ভাবী, আমি তোমায় সব টা বই থেকে পড়ে শোনায়?
ডালিয়া বললো আচ্ছা তাহলে তো খুব ই ভালো হয়।
তুমি বরং আমায় পড়ে শোনাও আর আমি কামরাঙা পেড়ে সেটাকে একটু মাখিয়ে দিই তোমায়।
খুশি হলো আধিরা আর বই বের করে পড়তে শুরু করলো-
পড়ার আগেই আধিরা বলে উঠলো, ভাবী তুমি তো ডোমেইন কিনতে চাইছিলে কিন্তু আমাদের তো আগে জানতে হবে যে ডোমেইন টা কিনবো কেন?
ডালিয়া- হ্যাঁ সেটাও তো একটা সমস্যা, আমি তো এইটা ভাবি ই নি গো।
বলো বলো এটার উত্তর।
ডালিয়া- আসলে সৌভিক ভাইয়ার আলোচনায় এই প্রশ্ন টা করেছিলেন
Jesmin Bostame
আপু যে ডোমেইন কেন কিনবেন?
ভাইয়া উত্তর করেছিলেন এমন যে,
যদি আপনি ব্যাবসার শুরুতেই চিন্তা করেন যে আপনার ব্যাবসা উত্তর উত্তর বড় হোক তাহলে নিশ্চয় আপনার একটা লম্বা পরিকল্পনা আছে ব্যাবসা নিয়ে।
জবাবে
Shanzida Afrin Kanta
আপু,
Israt Jahan
আপু,
Fahima Islam Chumki
আপু ও
Noor E Ahad
ভাই সহ সকলেই সমস্বরে বলে উঠেছিলো যে অবশ্যই সেই চিন্তা ও আশা থাকে।
তখন সৌভিক ভাইয়া বলেছেন- যদি সেটা থেকে থাকে তাহলে ডোমেইন কিনবেন,অন্যথায় দরকার নাই।
ভাইয়া এটা ও বলেন যে যদি আপনি যদি ভবিষ্যতে ই-কমার্সের সাথে জড়িত হতে চান তাহলে অবশ্যই ডোমেইন কিনবেন।
যদি আপনার তিল তিল করে গড়া প্রতিষ্ঠান কে, কষ্ট করে দেয়া নাম, শ্রম দিয়ে তৈরি ব্যাবসা, সততা ও নিষ্ঠা দিয়ে তৈরি ব্যাবসা কে সেই একই নামে সকলের সামনে তুলে ধরতে চান তাহলে ডোমেইন কিনবেন।
যদি ব্যাবসার জন্য একটা ক্যাপিটাল আজীবন রাখতে চান তাহলে ডোমেইন কিনবেন।
যদি আপনার ব্যাবসা কে হুট করে হারিয়ে পথে না বসতে চান তাহলে ডোমেইন কিনবেন।
ডালিয়া বললো বাব বাহ কত উপকার আছে এটাতে, আর আমি ভাবছিলাম যে কিনতে হয় তাই কিনবো।
মাথা মোটা দেখি আমার, এটা শুনেই হেসে দিলো আধিরা আর বললো ভাবী বই তে
Shantu Nasrin
আপু ও এমন প্রশ্ন করেছিলো যে ফেসবুক পেজে ব্যাবসা করলে সমস্যা কোথায়?
তখন ভাইয়া উত্তর করেছিলো,
এবার একটু চিন্তা করি আমাদের
Adhora Chowdhury
দিদির মত অনেকেই ফেসবুকে ভালো সেল করছেন দেখে ডোমেইন কেনার কথা ভাবছেন ই না।
দিদি মুচকি হাসি দিয়ে বললো দাদা ভবেছিলাম তো এমন ই কিন্তু আপনার সাথে দেখা হবার পরে বুঝলাম আমি।
সাথে সাথেই প্রীতি আহমেদ আপু প্রশ্ন করেছিলেন যে কি বুঝেছিলেন দিদি?
তখন দিদি উত্তর করেছিলেন যে,আচ্ছা ভাবুন তো আপনার ফেসবুক আইডি টিতে এখন সারা দিনে ঐ পেজে কতগুলি কাষ্টমার নক করে?
১০/২০/৩০/৫০/১০০?
আপনার কি একবার ও মনে হচ্ছে না কাষ্টমার রিপিট প্রশ্ন করছে?
একই প্রশ্ন অনেক জন কে উত্তর দিতে হচ্ছে?
একই সময়ে অনেকেই যদি মানে ধরুন ১০ জন নক করছে তাহলে কি হিমশিম খাচ্ছেন না?
অনেকেই বলে উঠলেন না গো দিদি জোশের মত এত কাষ্টমার তো আমার নাই, তাই এখনো এমন সময় আসে নি।আর ঠিক তখন ই
Prea Moni
আপু বললেন যে আমি স্বপ্ন তো দেখি যে এমন দিন আসবে আর সেজন্য আমার আগে থেকেই একটা ব্যাবস্থা থাকতে হবে বলে আমি মনে করি।
সৌভিক ভাইয়া সাথে সাথে জানালেন যে,এমন কি মনে হচ্ছে না যে ইশ একটা এমন কিছু থাকতো যেটা আমি সবাই কে দিতে পারতাম সে সব দেখে নিতো নিজে।তারপরে সামান্য কিছু প্রশ্ন আমায় করতো আর আমি উত্তর করতাম।
এমন সময়
Nur Jahan Sadia
আপু বললেন যে ভাইয়া আমি অন্তত তেমন ই চাই। এজন্য কি করতে হবে?
সৌভিক ভাই সাথে সাথেই বললেন ,এমন কিছু যদি আপনি চান তাহলে আপনাকে ওয়্রব সাইট বানাতে হবে এবং সেটা ঐ ডোমেইন নাম দিয়ে হোষ্টিং করতে হবে।
এই সময়
Meherun Queen
আপু বললেন যে, আমার ফেসবুক পেজে সব পন্যের ছবি ও দাম।দেয়া আছে পোষ্ট আকারে।তাহলে সেখান থেকে কাষ্টমার দেখে নিবে।
তখন
Ferdousi Akhter
আপু বললেন যে,আপনাকে বুঝতে হবে যার হাতে অঢেল সময় আছে সে হয়তো অনলাইনে কেনাকাটা করছে না।
আর
Abida Khan Shompa
আপু বললেন যে,
কেউ খুঁটিয়ে খুটিয়ে আপনার সকল পোষ্ট পড়ে কেন আপনাকে নক করবেন?
আবার তু লি আপু বললেন যে,আপনি বিক্রেতা, আপনার ই উচিত ওনার কাছে যাওয়া, ওনাকে বোঝানো।
এই সময়
Shamima Sultana
আপু বলে উঠলেন যে,আরে ভাই আমি যে নামে ফেসবুক পেজ চালাচ্ছি ঐ নামে যদি ডোমেইন না নিতে পারি তাহলে আমি ওইয়েবসাইট বানাতে পারবো না,আর সেটা না বানাতে পারলে আমি আমার ব্যাবসা বা উদ্যোগ কে বড় করার স্বপ্ন ও দেখতে পারি না।
আমি এজন্য ডোমেইন কিনেছি ইভেন আমি একটা নতুন কাজ শুরু করবো বলে ভেবেছি তাই সেটার ডোমেইন ও সৌভিক ভাই কে কিনতে বলেছি।
তখন
Taslima Alam Munia
আপু জানালেন যে শামীমা আপু আসলেই সঠিক কথা বলেছেন।
এইসময় সৌভিক ভাই বলে উঠলেন যে, একটা বড় ব্যাপার হলো যদি আপনার এই পরম সাধের আইডি টি হ্যাক হয়ে যায় তাহলে তো পেজের ওনার শিপ টা হারালেন।
ব্যাবসার রেপুটেশন গেলো, সেই সাথে তিল তিল করে গড়া ফেইস ভ্যালু, ডিমান্ড, ক্যাপিটাল সব কিছু।
তাই ডোমেইন কিনে রাখলে ক্ষতি নেই এটা বলার সাথে সাথেই
Nadira Rahman Dipu
আপু বললেন যে, একজন উদ্যোক্তার যে সকল কাজের জন্য বাজেট রাখা উচিত মাসিক ভাবে একটা সেই কাজ গুলির তালিকায় ডোমেইন উপরের দিকেই থাকা উচিত।
ডালিয়া বললো ভাই আমি ডোমেইন কিনবো এটা ফাইনাল, আধিরা সাথে সাথেই বললো যে তার আগে আরো একটু জানতে হবে ভাবী।
ডালিয়াকে এই সময় মাছ নেবার জন্য ডাক দিলো আধিরার ভাই আর ডালিয়া বললো পরে আবার শুরু করবো ননদিনী।
চলবে…..