অনলাইন উদ্যোক্তার ১০০ দিন (৮ম পর্ব)

কীভাবে খুলবেন একটি ফেসবুক পেজ
আধিরাকে মোবাইল ঘাটতে দেখে ডালিয়া একটু ইতস্তত বোধ করছিলো কিন্তু তারপরে ও কাছে গেলো।ডালিয়া কে দেখেই আধিরা সরে গিয়ে বললো যে ভাবী বসো আজ তোমায় একটা মজার জিনিস শিখিয়ে দিই।
ডালিয়ার উতসুক মন জানতে চাইলো যে কি শেখাবে?জবাবে আধিরা জানালো যে আজ তোমাকে আমি ফেসবুক পেজ ওপেন করা শেখাবো, যা দিয়ে তুমি শুরু করবে তোমার উদ্যোক্তা জীবন।
✅ প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফেসবুক একাউন্টে,এখান থেকে যাবার পরে আপনাকে উপরের তিনটা যে দাগ ওয়ালা মেনু বার দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে (যা ছবিতে দেখানো হয়েছে)।
✅ এরপরে ২য় পর্বে এসে আপনাকে মার্ক করা জায়গায় ক্লিক করতে হবে,এখানে ক্লিক করলে আপনার সামনে আবার একটি নতুন উইন্ডো আসবে।
✅ ৩য় পর্বে এসে আপনি দেখবেন যে, Create Button রয়েছে এখানে ক্লিক করুন, যা ছবিতে দেখানো হয়েছে। এবং এখানে আপনার পছন্দের নাম দিন।
উদাহরন- গঞ্জের হাট
✅ ৪র্থ অংশে এসে আপনাকে Get Started বাটনে ক্লিক করুন।
✅ ৫ম পর্বে এসে আপনাকে জিজ্ঞাস করা হবে যে ওয়েবসাইট আছে কিনা?থাকলে সেটা বসান অথবা না থাকলে ছবির ন্যায় সেটা কে স্কিপ করে যান।
✅ ৬ষ্ট স্টেপে গিয়ে আপনাকে আপনার বিজনেস বুঝে একটি সার্ভিস চয়েজ দিবেন যেখানে আমি সার্ভিস বুঝে একটি স্যাম্পল দিয়েছি।
✅ এরপরে একটি প্রোফাইল পিকচার বসাবেন নিজের পছন্দ মত, তবে পারলে আপনার উচিত লোগো টা কে বসানো।
✅ এরপরে আপনাকে একটি কভার ইমেজ বা ব্যানার বসাতে হবে যা আপনার বিজনেস কে প্রেজেন্ট করে।
আধিরা বলার পরে ডালিয়া বললো তুমি ননদিনী এত কথা কিভাবে জানালে?
আধিরার জবার,
যেদিন থেকে সৌভিক ভাই কে পেলাম সেদিন থেকে আইটির সব তো তাহার কাছ থেকেই শিখিয়া লইলাম ভাবিজী।
ডালিয়াকে পেজ খোলার দায়িত্ব দিয়ে উঠে গেলো আধিরা।
চলবে….

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *