অনলাইন কেনাকাটা ও ডেলিভারী চার্জ নিয়ে ভাবনা

ঘটনা-১
Shanzida Afrin Kanta

ম্যাডামের জন্মদিনে একটা কেক বানিয়ে সারপ্রাইজ দিতে চান

Shamima Rimu

আপু, এইজন্য তিনি কিছু বেকিং আইটেম কিনতে চাইলেন। এইজন্য রিমু আপু বাজারে গেলেন এবং সেখানে যাওয়া ও আসার জন্য আপুর প্রায় ৫০ টাকা ব্যয় হলো বগুড়া শহরে, ঢাকা থাকলে অবশ্য আপুর আরো বেশি ই যেতো। এই টাকার সাথে আপুর প্রায় ৩ ঘন্টা সময় ও ব্যয় হলো।

সারাদিনের এই ক্লান্তি শেষে বাসায় এসে আপুর অন্যান্য কাজ সেরে কেক বানানোর ইচ্ছা টাই অনেক টা মরে গেলো, ভাবলেন ধুর এর চেয়ে কেনা ভালো ছিলো কারন কেক বানানোর সব জিনিস আবার একই দোকানে পান নি সেজন্য ও মনের ভিতরে খচখচ করছিলো।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কেক বানানোর দিন দেখলেন যে কিছু ইনগ্রিডিয়েন্টস আসল নয়, তাকে দেখানো হলো একটা আর দেয়া হলো একটা। রাগ নিয়ে বসে থাকলেন কিন্তু কেক টা বানিয়ে দিলেও মনে শান্তি ছিলো না।
ঘটনা-২
Shamima Sultana

ম্যাডামের জন্মদিনে একই রকম ভাবে একটা কেক বানিয়ে উইশ করতে চাইলেন

Nadira Rahman Dipu

আপু।এজন্য তিনি সোজা অনলাইনে যেয়ে

Noor E Ahad

ভাই এর পেজ BKC Zone এ চলে গেলেন এবং নিজের পছন্দের সকল জিনিস গুলি দেখে দেখে অর্ডার করলেন।

এই ক্ষেত্রে আপু সারা দিন সময় নিয়ে জিনিস গুলি দেখলেন পেজ থেকে এবং সেটা বাড়ির অন্য কাজ গুলি করতে করতেই। এতে আপুর কোন প্রকার কষ্ট তো হয় ই নি বরং যাতায়তের জন্য কোন টাকা ও লাগে নি।
সঠিক সময়ে কেক বানাতে পারলেন ঐ ইনগ্রিডিয়েনস গুলি দিয়ে।
এই দুইটা ঘটনার পরে অনেকেই অনেক রকম কথা বলতে পারেন বুদ্ধির দিক থেকে। কিন্তু সত্যি এটাই যে ২য় পদ্ধতিতে শান্তি অনেক বেশি একই সাথে কেনাকাটার জন্য স্পেস ও অনেক বেশি।
অনেকেই বলতে পারেন যে, ডেলিভারি চার্জ টা তো যাবে ১০০-১৫০ টাকা, হ্যাঁ সেটা ঠিক কিন্তু ভাবেন আপনার তো যাতায়ত এর টাকা লাগে নি একই সাথে আপনার কষ্ট কমেছে অনেক।
একটু খানি ক্যালকুলেটিভ চিন্তা করলেই কিন্তু উন্নতি আসবে আমাদের অনলাইন বিজনেসে আর তৈরি হবে আলোড়ন। আপনি কিন্তু চাইলে এখন বাইরের বাড়ির খাবার (হোম মেড কেক) ও অর্ডার করে গিফট করতে পারেন। আমি যেমন

Sabrin Rahman

আপুকে নক করেই জানিয়ে দিই সব।

অনলাইন বিজনেস কিন্তু আমাদের ক্ষতি করে নি, বরং আশির্বাদ আমাদের জন্য।
আসুন ভুল ধারনা থেকে বের হয়ে আসি এবং সবার মাঝে ছড়িয়ে দিই।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *