অনলাইন বিজনেসের আকার প্রতিনিয়ত বেড়েই চলেছে এবং এর চাহিদাও বাড়ছে সমান তালে। কিন্তু সব বিজনেসই শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনা কিন্তু কেন দেখেনা? বিজনেস প্ল্যান সঠিক না থাকা উদ্যোক্তা হবার জন্য যে গুনাবলী থাকা দরকার তা না থাকা পন্য / সেবার ভুল সিলেকশন মার্কেটিং এ অদক্ষতা কাস্টোমার হ্যান্ডেলিং দক্ষতা পোষ্ট সার্ভিস কোয়ালিটি প্রপার কাস্টোমার ডাটাবেজ না মেনে চলা কম্পিটিটর এনালাইসিস না করা প্রযুক্তিভীতি লেখাপড়ায় অনিহা ও জানার আগ্রহ না থাকা মানি ম্যানেজমেন্ট টেকনিক না থাকা ধৈর্য্য ধরে না থাকা