অনলাইন বিজনেস এখন একটা ট্রেন্ড এবং হাইলি রিকোমেন্ডেড ট্রেন্ড ও বটে।এই সময়ে এসে,আমরা অনেকেই এখন এই বিজনেসের সাথে নিজেকে ইনভলব করতে চলেছি কিংবা করছি,তাই আমার আজকের আলোচনা এই ট্রেন্ড নিয়েই।
প্রত্যেক অনলাইন বিজনেসের, এই ৫টা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স জানা দরকার-
রেভিনিউ- ব্যবসার গ্রোথ বাড়ানোর জন্য, রেভিনিউ স্ট্রিম বাড়াতে পারেন! টার্গেটেড মার্কেটিং ক্যাম্পেইন রান করুন, এতে বিজনেসের রেভিনিউ অন্তত ২৫% বেড়ে যাবে।
প্রফিট জেনারেট: কস্ট কন্ট্রোল করুন আর অপারেশনাল প্রসেস আরো সহজ করে ফেলুন; আপনার প্রফিট বেড়ে যাবে! মাত্র ১৫% কস্ট কমিয়ে, ৩০% প্রফিট মার্জিন বাড়ানো যায়।
ROI/ রিটার্ন অব ইনভেস্টমেন্ট- প্রত্যেক মাসের রিটার্ন অব ইনভেস্টমেন্ট হিসেব করে রাখুন! চেষ্টা করুন, প্রত্যেক অ্যাড ক্যাম্পেইন থেকে অন্তত ৩০% রিটার্ন নিয়ে আসার!
কনভার্সন রেট- ওয়েবসাইট বা পেইজকে অপ্টিমাইজ করুন এবং সেলস ফানেলগুলোকে আরো বেশি ক্লিয়ার করুন; এতে কনভার্সন রেট বাড়বে! মাত্র ১% কনভার্সন রেট বাড়লে, অন্তত ১০০ টা ক্রেতা বাড়ানো সম্ভব!
ক্যাশ ফ্লো- একটা বিজনেস, বিজনেস নয়; যদি সেটাতে ক্যাশফ্লো না থাকে! টার্গেট করুন, আপনার ইনভেস্টমেন্টের ডাবল প্রত্যেক মাসে পজিটিভ ক্যাশ ফ্লো হিসেবে জেনারেট করতে!
এই ৫টা ট্রিক্স অ্যাপ্লাই করুন আস্তে আস্তে, ইমপ্লিমেন্ট করতে পারলে আপনাদের লাভ।