ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং সম্পর্কে সঠিক ভাবে জানেন তো ?
আসুন আজ আমরা ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং সম্পর্কে জানি।
মনে করুন, আপনি একটি অনলাইন বিজনেস করবেন। এক্ষেত্রে সর্বপ্রথম কি কি দরকার হবে আপনার?
★দোকান।
★দোকানের নাম।
★দোকানের স্থান।
ঠিক একইভাবে যদি অনলাইনে বিজনেস করেন তাহলে, ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং প্রয়োজন।
ওয়েবসাইট : আপনার অনলাইন বিজনেস এর জন্য যে ভাসমান দোকানটি দরকার হবে তাই হচ্ছে ওয়েবসাইট। এখানে সহজেই সবার ভিজিট করতে পারবে।
ডোমেইন : অফলাইন দোকানের জন্য যেমন একটা নাম লাগে তেমনি অনলাইনে ভাসমান দোকানের জন্য একটা নাম লাগে এই নামটি হচ্ছে ডোমেইন।
হোস্টিং : অফলাইনে দোকান দেওয়ার জন্য একটা নির্দিষ্ট স্থান লাগে। অনলাইন এই স্থানটাকে বলা হয় হোস্টিং।
ওয়েবসাইট তৈরি করলেন ডোমেইন কিনবেন কিন্তু এ ভাসমান দোকান রাখবেন কোথায়? আপনার ওয়েবসাইটটি যেকোনো সময় যেন ভিজিটর ভিজিট করতে পারে সেজন্য 24 ঘন্টা সক্রিয় থাকে এমন একটি পিসি বা কম্পিউটারে ওয়েবসাইটটি রাখতে হবে।
আর এই সুবিধাটি পাবেন বিভিন্ন হোস্টিং প্রভাইডার কোম্পানির কাছে।