আপনি যখন কোন কিছুর শুরু করবেন তখন থেকেই আপনার চারিপাশে বেশকিছু বিভক্তি দেখতে পাবেন।এই বিভক্তিগুলি এমন-
-
আপনাকে সাপোর্ট করবে একটা শ্রেণি
-
আপনার বিপক্ষ্যে চলে যাবে ও আপনার দোষ ধরবে
-
আপনাকে সামনে সাপোর্ট করবে কিন্তু আপনাকে নিয়ে অগোচরে বিপক্ষ্যে যারা কথা বলে তাদের সাথে চলবে
-
আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে উৎসাহ এমনভাবেই দিবে যেন আপনাকে নিয়ে যাদের বিরুপ প্রতিক্রিয়া তাদের সাথেও কোন সখ্যতা থাকবেনা।
এই সংখ্যা যতই হোক না কেন, আপনাকে ঐ ১ম এবং ৪র্থ শ্রেণীর মানুষগুলিকে খুঁজে বের করতে হবে এবং তাদের সাথে ফেসবুক, আপনার পেজে ও আপনার গ্রুপে সংযুক্ত থাকতে হবে। এক কথায় আপনার প্রিয় নয় বরং আপনি ও আপনার কাজকে যারা প্রিয় মনে করে তাদের মাঝে আপনাকে ও আপনার কাজকে উপস্থাপন করুন,তাহলেই দেখবেন একটা শান্তি কাজ করবে।
যখন ঘুরে ফিরে সবখানেই এই মানূষগুলি আপনাকে অনুপ্রেরণা দিবে তখন আপনার কাজের জায়গা গুলিতে আপনাকে যারা সহ্য করতে পারেনা কিংবা আপনার কাজের বিপক্ষ্য, তাদেরকে এড করুন।
এই ব্যাক্তিগুলি যখন এড হয়ে আপনার ভাল কাজ দেখবে তখন হয় ভিতরে ভিতরে জ্বলবে নইলে আপনার পক্ষ্যে চলে আসবে।
এই গ্রুপের বয়স ঠিক ১৮ মাস, কিন্তু মেম্বার ৫৭০০ এর মত,কারন এইটাই যে, এখানে গনহারে এড দেয়া হয়না বা কাউকে এড দিতে বলাও হয়না।ইভেন কোন সেলার কোড ও পাওয়া যায়না।