আপনি যদি একটু সময় নিয়ে অগ্রাধিকার অনুযায়ী আপনার দিনের কাজগুলো সাজিয়ে নিতে পারেন, তবে কোন কাজটি আপনার জন্য সবচেয়ে জরুরী– তা সহজেই বের করতে পারবেন।
আপনি যখন জানবেন যে একটি দিনে আপনাকে কি কি কাজ করতে হবে, তাহলে এর বাইরে কেউ আপনাকে কিছু করতে বললে, সেটা আপনার নিজের কাজকে কতটা প্রভাবিত করবে- তা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি বেশ সহজে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।
উদাহরন স্বরূপ বলা যায়:
যদি আপনার হাতে এমন কোনও কাজ থাকে যা আপনাকে আজকের মধ্যে জমা দিতে হবে, তবে অফিস টাইমের পরও একটি ঘন্টা আপনি তার পেছনে ব্যয় করতে পারেন। কিন্তু এরপর যদি আপনার কোনও সহকর্মী তার কোনও কাজ আপনাকে করে দিতে বলে, এবং আপনার মনে পড়ে যায় যে তাহলে বাসায় ফিরে আপনার কিছু জরুরী ব্যক্তিগত কাজ করা হবে না, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় তাকে বিনয়ের সাথে ‘না’ করে দিতে পারবেন।
আপনার গুছিয়ে নেয়া কাজগুলো সেই একটি উপকারের থেকে জরুরী – এটা সব সময়ে মনে রাখবেন। অবশ্য এমন যদি হয় যে কারও জরুরী রক্ত দরকার বা এই ধরনের কোনও গুরুতর সমস্যা – সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সাধ্যমত সাহায্য করবেন। অর্থাৎ গুরুত্ব বুঝে কাজ করে যেতে হবে।