অবিশ্বাস্য অফার

 
টাইটেল পড়েই চিন্তায় পড়ে গেলেন? কি ব্যাপার ডিরেক্ট সেল কন্টেন্ট এইখানে? এমন হলে তো মজা আর মজা তাইনা?
নাহ, আপনাদের অন চিন্তার কিছুই নেই,কারন আমি কথা বলো মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে। আর সেই কন্টেন্টের জন্য এই কথাটা কার্যকারী। এজন্যই এটির ব্যাবহার শুরুতেই।
Nadira Riya আপুর পেজে দেখলাম – অবিশ্বাস্য মূল্য হ্রাসে আমাদের এই ড্রেসের নাম ২০০০ টাকা, যা খুব স্বাভাবিক এবং এতে কোন দোষের কিছু নাই। ঐ মুল্য হ্রাসের ব্যাপার টা বুঝে অনেকেই আবার পেজে ঢু মারতে যায়।
এদিকে আমাদের Kanij Fatema আপুর পেজে দেখলাম- এই ড্রেসটির মুল্য শুধুমাত্র এই সময়ের জন্য ১৯৯০/-,এই পেজের সব পোষ্ট গুলিতেই দেখলাম এভাবেই মুল্য দেয়া আছে। আমি খানিক ভাবার চেষ্টা করলাম- এই পেজের রিচ এত বেড়ে গেলো কিভাবে
আপনারাই বলেন আমার মত ভাবনা কি আপনাদের মাথাতেও আসবেনা?দেখেন এই দুইজন উদ্যোক্তার জিনিসের দাম কিন্তু একই অথচ তাদের দুইজনের মার্কেটিং পলিসিটা ভিন্ন।
আমাদের উচ্চারন আর মাইন্ড সেটাপ অনেক বড় ব্যাপার। বস্তুত ২০০০ আর ১৯৯০ এর মধ্যে ব্যাবধান মাত্র ১০ টাকার কিন্তু উচ্চারনে দুই হাজার আর এক হাজার একটা বিরাট বড় ফ্যাক্ট।
আমরা শুধুমাত্র এই একটা উচ্চারনগত ব্যাপারের কারনেই কানিজ আপুর পেজের রিচ ও কাষ্টমার এংগেজমেন্ট বেশি দেখতে পাচ্ছি।
মনে আসে কিছ
হ্যাঁ মোবাইলের ব্যাপারে সব সময় রেট এমন দেখা যায় ফ্রীজ-টিভিতেও থাকে। কারন তো জানলেন এবার ভাবেন এই মার্কেটিং স্ট্র্যাটেজী ফলো করেই তো আমাদের মাঝে আলোড়ন আসে।
এজন্যই অনলাইন উদ্যোক্তাদের লেখাপড়ার বিকল্প নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *