অমুক পেজের সেল এত ভালো,আমার কেন নাই সৌভিক ভাই

একদিন জানিয়েছিলাম আমি ২৫ জনকে নিয়ে কাজ করতে চাই।
প্রায় ৫০ জনের সাথে কাজ শুরু করেছিলাম,এখন তাদের ৮০% কেই আপনারা আর সেভাবে গ্রুপ গুলিতে একটিভ হিসাবে পাবেন না।
কেন একটভ নাই?
কারন- ওনারা এখন নিজেদের পেজেই এস্টাবলিশড,আলহামদুলিলাহ।সকলের পেজেই মাসে ১ থেকে ৫ লক্ষ টাকার সেল আছে।
এরপরে আরও কিছু মানুষ নিয়ে কাজ শুরু করেছিলাম,কিন্তু তাদের মধ্যেও এখন ২০% উন্নতি করেছে কিন্তু বাকিরা উন্নতি করতে পারেনাই,এর পিছনে বড় কারন হলো-
ধৈর্য্য নাই
শখের উদ্যোক্তার সংখ্যা বেশি
কাজে কোন আর্ট নেই
সবচেয়ে বড় কথা হলো- নিজের কাজকে গুছিয়ে করতে পারার দক্ষতা থাকা,আমি খুব অবাক হয়ে যায়,এই মানূষগুলির ৯০% ই মহিলা মানুষ কিন্তু এত অগোছালো কিভাবে হয়?
আমি সময়ের কাজ সময়ে করা পছন্দ করি,এক কথা একবারই বলা পছন্দ করি,আফসোস উদ্যোক্তারা লিখে একটা জিনিস আর মনে ধারন করে অন্য জিনিস।
সহজ একটা কথা বলি- জীবনে বড় হতে গেলে অজুহাত দেয়া যাবেনা আর নিজের কাজে সবার চেয়ে বেশি নিজের আগ্রহ থাকা লাগবে।
বিভিন্ন গ্রুপ মিলিয়ে যে উদ্যোক্তারা আছেন তাদের ৯০% এর বেশি হলো-শখের উদ্যোক্তা আর মুখের কথা ও কাজে সেইম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *