আজকাল অনেকেরই ফেসবুক পেজের অরগানিক রিচ ভয়াবহ রকমের কমে গেছে বলেই দেখা যাচ্ছে। সেই সাথে কমেছে লাইভ ভিডিও ভিউ। ব্যাপারটা লক্ষণীয় পর্যায়ে চলে এসেছে গত অক্টোবর থেকে। এখন দেখার বিষয় হলো এভাবে হঠাৎ করে অরগানিক রিচ কমে গেলে কেন?
ফেসবুকের কি মাথা খারাপ হয়ে গেলো?
নাকি আমাদের ভূল হলো কিছু?
৬। ক্লিকবেইট হেডলাইনঃ ক্লিকবেইট হেডিং ব্যবহার করে কোন কন্টেন্ট ব্যবহার করা হলে ফেসবুক ব্যবস্থা নেয়। এতে করে পেজের রিচ কমে যেতে পারে। রমরমা হেডিং লিখে বিস্তারিত জানার জন্য কাউকে প্রলুব্ধ করে লিঙ্ক ক্লিক করার আহ্বান জানানোর নামই হল ক্লিকবেইট হেডিং (Clickbait Heading). ভিজিটর বাড়ানোর জন্য কিছু ব্লগ সাইট বা অনলাইন নিউজ পেপারে এমন টি করা হয়।
ফেসবুকের ক্ষেত্রে একজন পাবলিশার এমন কিছু শিরোনাম লিখে লিঙ্ক পোস্ট শেয়ার করল যেটাতে ক্লিক করতে মানুষজনকে উৎসাহিত করল অধিক কিছু জানার জন্য। কিন্তু ক্লিক করার পর দেখতে গ্রাহক দেখলো পর্যাপ্ত তথ্য সেখানে নেই, তখন সেটাকে ক্লিকবেইট শিরোনাম হিসেবে গণ্য করা হবে।
যেমন – হেডলাইন দেয়া হলো “কি বললো সাকিব আল হাসান দেখুন” জানতে লিঙ্কে ক্লিক করুন। কিন্তু ক্লিক করে আপনি হতাশ হলেন।
৭। অন্য সোর্স এর কন্টেন্টঃ নিজের কন্টেন্ট ব্যবহার না করে অন্য কোন সোর্স থেকে পাওয়া কন্টেন্ট খুব বেশি পরিমাণে ব্যবহার করা হলে পেজের রিচ কমতে পারে। ৩ নম্বর পয়েন্ট এর সঙ্গে এটা গুলিয়ে ফেলবেন না। কপিরাইট ইস্যু ছাড়াও অন্য কোন সোর্স থেকে পাওয়া কন্টেন্ট বলতে অনেকেই তাদের সাপ্লায়ার এর কন্টেন্ট নিয়মিতভাবে ব্যবহার করেন।
৮। জব পোস্টঃ এমন কোন চাকরির পোস্ট শেয়ার করা যেটার মধ্যে ছিল মিথ্যা আশ্বাস। জালিয়াতি করার উদ্দেশ্যেই পোস্ট টা দেয়া হয়েছিল। এ ধরণের পোস্ট শেয়ার করা হলে পেজের রিচ কমে যেতে পারে।
৯। ফেসবুক ফ্যাক্ট চেকিং: ফেসবুক এবং ইন্সটাগ্রামে বিভিন্ন দেশ এবং এলাকা থেকে যেন মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়া না হয় এ ব্যাপারে ফেসবুক বদ্ধপরিকর। এটার ব্যাপারে তারা এক প্রকার যুদ্ধ করে আসছে। এই কারণে তারা বিভিন্ন ব্যক্তি এবং থার্ড পার্টি ফাক্ট-চেকিং অর্গানাইজেশন এর সঙ্গে কাজ করেন যারা non-partisan International Fact-Checking Network (IFCN) এর সারটিফাইড। তাদের রিপোর্ট এর ভিত্তিতে ফেসবুক ব্যবস্থা নিয়ে থাকেন। এটার কারণেও পেজে রিচ কম হয়।
১০। ব্রান্ডেট কন্টেন্ট এর ব্যবহারঃ আমরা অনেকেই আলিবাবা, অ্যামাজন থেকে ব্রান্ডেট কন্টেন্ট ডাউনলোড করে পেজে ব্যবহার করি এবং সেটা দেখিয়ে রেপ্লিকা প্রডাক্ট বিক্রি করি। এতে করে অনেকেই প্রতারিত হয়। এটা প্রতিরোধ করার জন্য ফেসবুক ব্রান্ডেট কন্টেন্ট পলিসি তৈরি করেছে। তাই ব্রান্ডেট কন্টেন্ট ব্যবহার করতে হলে সেটার পলিসি মেনে তা ব্যবহার করতে হবে। এটার ভায়োলেশনের কারণে পেজে রিচ কম হতে পারে।
উপরে কিছু কারণ আমি উল্লেখ করলাম যে গুলো মেনে না চললে পেজের রিচ কমতে পারে। সেই সঙ্গে ফেসবুক আরও গুরুতর ব্যবস্থা নিতে পারে যেমন- পেজ আন-পাবলিশড করে দেয়া, পেজ রিমুভ করে দেয়া, ডিস্টিবিউশন প্লেসমেন্ট কমিয়ে দেয়া ইত্যাদি।
আপনার পেজ কোয়ালিটি ভাল রাখতে চাইলে ফেসবুকের পেজ পলিসি, পেজ স্ট্যান্ডার্ড এবং কমিউ নিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন।