অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করুন গুগল অ্যাসিস্টেন্ট পর্ব-০১

নিত্য নতুন ফিচার দিয়ে ইউজার দের নজর কাড়তে গুগলের জুড়ি মেলা ভার আর সেই ধারাবাহিকতায় ২০১৬ সালে গুগল প্রথম নিয়ে আসে অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাসিস্টেন্ট
 কি এই গুগল এসিস্টেন্ট?
গুগল অ্যাসিস্টেন্ট হচ্ছে টেক জায়ান্ট গুগল কর্তৃক ডেভেলপকৃত একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট। একটি ভয়েস মডিউলের দ্বারা এটি ব্যবহারকারীর ইন্টারনেট সার্চ, কল, ম্যাসেজিংসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে।
 এত সুবিধার একটু ঝামেলা আছে, সেটা কি?
কিন্তু দুঃখের বিষয় হলো হাতে গোনা কয়েকটি স্মার্টফোন ছাড়া অধিকাংশ হ্যান্ডসেটই এখনো গুগলের এই সেবাকে সমর্থন করে না।
তবে খুশির খবর এই যে কিছু কৌশল অবলম্বন করে আপনিও চাইলে আপনার স্মার্টফোনে গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারেন।
 গুগল এসিস্টেন্ট কি কি সুবিধা দেয়?
ফিচার সমূহ:
1. ডেডিকেটেড ভয়েস কমান্ড
2. ফোন লক এবং আনলক করা
3. ডাটা এবং ওয়াইফাইট সংযোগ অফ/অন করা
4. যে কোন অ্যাপ ওপেন করা
5. গুগল এবং ইমেজ সার্চ করা
6. প্রয়োজনীয় বিভিন্ন স্থান সম্পর্কে সাজেশন পাওয়া
7. শো এবং মুভির টিকিট বুক করা
8. ইমেইল চেক করা
9. রিমাইন্ডার পাওয়া
10. শপিং লিস্ট তৈরী করা
11. ম্যাসেজ পাঠানো
12. এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ
13. ভয়েস টাইপিং
 আপনার যা যা প্রয়োজন হবে
গুগল অ্যাসিস্টেন্ট সেটআপের জন্য অবশ্যই আপনার একটি স্মার্টফোন থাকতে হবে এটি নিশ্চয় বলার অপেক্ষা রাখে না। তবে আপনি চাইলে অ্যান্ড্রয়েড সমর্থিত অন্যান্য স্মার্ট ডিভাইসেও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এছাড়া লাগবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ।
আর হ্যাঁ আপনার অপারেটিং সিস্টেম নূন্যতম পক্ষে অ্যান্ড্রয়েড মার্শম্যালো হতে হবে।
পরের পোষ্টে জানাবো কীভাবে এটি সেট আপ করবেন।
কাজ করছি লগো, ফেসবুক পেজ ও ই-কমার্স সাইট নিয়ে
Founder & CEO- ICT CARE & Easysodai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *