আজকাল 90% মানুষ ফেসবুকে বিজনেস চালায় আর ভাবে আমার কেন বুস্ট করেও সেল হয়না,কিন্তু কথা হচ্ছে, আপনার পেজ ঠিকমতো মেইন্টেইন করতে পারেন তো?
অনেকের প্রশ্ন, আমার পেজ আগে অনেক রিচ হতো এখন হয় না। বুষ্ট করার পরও বেশি ভিউজ হয় না।এগুলোর সলিউশন কি?
চলুন জেনে নিই এগুলোর সমাধান-
ফেসবুকের নতুন নতুন অ্যালগোরিদমের আপডেটের কারণে এবং ফেসবুক পেজ চালানোর নিয়ম যেটা ফেসবুক নির্ধারণ করে দিয়েছে সঠিকভাবে না জানার কারণে তাদের সমস্যাগুলো দেখা দিয়েছে।
চলুন এখন এই সিরিজের মাধ্যমে সবকিছু পরিপূর্ণ ভাবে জেনে নিই-
১. পেজ অথরিটি টু- ফ্যাক্টর অথেন্টিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং কোন কিছু পোস্ট করার আগে তাদের অবস্থান ফেসবুকে নিশ্চিত করতে হবে।
২. নামের বানান ভুল, ব্যাকরণগত ভুল এবং আপনার পেজের নামের কোন প্রকার সিম্বল ব্যবহার করা যাবে না। এগুলি রিচ কমিয়ে দেয়।
৩. নিজের পোস্টে নিজের লাইক/রিয়াক্ট আপনার পেজের রিচ কমিয়ে দেয়।
৪. কপি পোস্ট,কার্টেসি ছাড়া রিপিট পোস্ট,একই কন্টেন্ট অনেক জায়গায় ইউজ করলেও রিচ কমিয়ে দেয়।
৫. এডমিন আইডির অযাচিত / কমিউনিটি গাইডলাইন ব্রেক করাটা রিচ কমিয়ে দেয়।
৬. আপনার পেজের পোস্ট করা কন্টেন্টটি সবাই দেখতে পারবে তখনই,যখন সবাই আপনার পেজটিকে দেখতে পারবে।
৭. একটা পোস্টে অনেক বেশি ছবির ব্যবহার আপনার পোস্টের রিচ কমিয়ে দেয়।
৮. লো কোয়ালিটির ও নন-ভিজুয়ালাইজ কন্টেন্ট,পেজ এর রিচ কমিয়ে দেয়।
৯. গ্রুপ করে লিংক শেয়ার করে ফেইক কমেন্ট আর রিয়াক্ট আপনার পেজের রিচ কমিয়ে দেয়।
১০. অগোছালো পেজে,কখনোই কন্টেন্ট রিচ করা সম্ভব নয়।