সত্যিকথা বলতে, সাফল্যের জন্য বুদ্ধি আর প্রতিভার চেয়েও আত্মবিশ্বাস জরুরী। কারও হয়তো দারুন গল্প লেখার প্রতিভা আছে। কিন্তু সেই গল্প অন্যদের পড়ার মত ভালো – এই আত্মবিশ্বাস তার মধ্যে নেই। তাহলে জীবনেও তার গল্প প্রকাশ করা হবে না। লেখক হিসেবে সে ব্যর্থ হবে। যদিও তার গল্প লেখার প্রতিভা একদম প্রথম শ্রেণীর।
এমন যে কোনও ক্ষেত্রেই সাফল্যের জন্য আত্মবিশ্বাস একটি অন্যতম শর্ত। একজন ছাত্র যদি বিশ্বাসই না করে যে, তার ভালো ফলাফল করার যোগ্যতা আছে – তাহলে সে কিভাবে পড়াশুনায় মনোযোগী হবে?
আত্মবিশ্বাস থেকেই মূলত চেষ্টা আসে। নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখতে হবে। প্রাকটিস ছাড়া কোনওকিছুতেই মানুষ সেরা পারফর্মার হয় না। আজ হয়তো চেষ্টা করে পারছেন না, কিন্তু প্রাকটিস করলে আগামী সপ্তাহে ঠিকই আরেকটু ভালো পারবেন। কিন্তু সেই প্রাকটিসটা করার জন্য নিজের যোগ্যতার ওপর বিশ্বাস থাকতে হবে। যারা নিজের যোগ্যতার ওপর বিশ্বাস করে না, তারা চেষ্টা করারও সাহস পায় না। ফলে, দিনশেষে তারা ব্যর্থ হয়।
আপনি যেটাই করতে চান না কেন, বিশ্বাস করুন – চেষ্টা করলে আপনি তা করতে পারবেন। এই বিশ্বাসই আপনাকে চেষ্টা করতে ও সফল হতে অনেকটাই সাহায্য করবে।