স্টিভ জবস তাঁর সহকর্মীদের নিয়ে আলোচনায় বসেছেন।
বিষয়-নূতন কী প্রোডাক্ট নিয়ে অ্যাপল কাজ করবে?
স্টিভ বললেন, আমি চাইছি গান শোনার জন্য একটি প্রোডাক্ট নামাতে। এর নাম হবে আই পড। তোমাদের কী মত?
দলের সবাই প্রায় একসাথে ‘না না” করে উঠলেন।
সবার এক কথা। বাজার এম পি থ্রিতে সয়লাব। বিশেষ করে জাপানীজ জায়ান্ট ‘সনি’র এম পি থ্রি গানের রাজত্ব একচেঠিয়া দখল করে আছে, এমন সময় অ্যাপলের একই জিনিষ বাজারে আনা আত্মঘাতী হবে। আমাদের নূতন কিছু নিয়ে ভাবা উচিত।
স্টিভ দু’হাতের তালুতে চিবুক ঠেকিয়ে সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, আচ্ছা, বলো তো, আমরা আমেরিকানরা রাস্তায় কারো সাথে দেখা হলে প্রথম কী বিষয়ে কথা বলি?
‘কেন! আবহাওয়া!আমরা আবহাওয়া নিয়ে কথা বলি’-সমস্বরে উত্তর এলো।
স্টিভ হাত নেড়ে বললেন, ইউ অল আর ডিসমিসড। আমরা এমন জিনিষ বানাবো দুনিয়ার মানুষ দেখা হলে আবহাওয়া কেমন তা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে ‘তোমার আই পডে কী গান আছে?
২০০১ সালে অক্টোবরের ২৩ তারিখ প্রথম ‘আই পড’ বাজারে এলো।
২০০৭ সালের সাতই মে রানী এলিজাবেথ আমেরিকা সফরে এলেন। হোয়াইটে হাউজে পৌঁছেই প্রেসিডেন্ট বুশকে তিনি প্রথম যে কথাটি জিজ্ঞেস করলেন তা হলো,’ মি. প্রেসিডেন্ট, হোয়াট সং ডু ইউ হ্যাভ ইন ইয়োর আই পড?’
বুশ উত্তর দিলেন, কান্ট্রি সং, ইয়োর ম্যাজেস্টি।
এটাই হচ্ছে আত্মবিশ্বাস।
Source -Steve Jobs:The Exclusive Biography by Walter Isaacson.