অনেক আগে এই কন্টেন্ট এর মতই একটা কন্টেন্ট লিখেছিলাম যার মুল ভাবার্থ এমনই ছিলো, আজকে দেখলাম Dr-Sujon Paul (আমার বন্ধু) এমন একটা কন্টেন্ট শেয়ার করেছে,এইজন্য আবার লিখছি-
আপনার আগ্রহ না থাকলে এড়িয়ে যাবেন-
কিছু মানি ম্যানেজমেন্ট টিপস
-
মোট আয়ের ২০% সঞ্চয় করবেন( প্রভিডেন্ট ফান্ড কিংবা ডি পি এস সহ)। যদি ভাবেন যে এই আয়েই তো চলে না, তাহলে লাইফস্টাইল ডাউনগ্রেড (নামিয়ে নিয়ে) করে ৮০% নামাবেন, কিন্তু সঞ্চয় করবেন অবশ্যই।
-
অবিশ্বাস্য রকম ভালো অফার বা সুযোগ যা হুজুগ হয়ে আসে, এড়িয়ে চলবেন। এগুলো আপনার জন্য না। শেয়ার মার্কেটে আপনি রাতারাতি বাম্পার মারতে পারবেন না, ইভ্যালির মত কোন কিছুর খপ্পরে না পড়লেই ভালো।
-
জ্যাক মা এর মত প্রতিষ্ঠানের নানান অফার গুলিতেও আমি কিংবা আপনি লাভবান হইনা,আমার- আপনার টাকাটাই গাপ করবে মুলত এইসব অফার। এসবে টুকটাক খরচ করা ঠিক আছে, কিন্তু হাঁটুগেড়ে পুরো সঞ্চয় নিয়ে নেমে পড়লেন তো মরলেন।
-
ভুয়া, নামহীন রিয়েল এস্টেট থেকে শত হাত দূরে থাকুন। ( ঢাকার আশেপাশে যত লোক কিস্তি দিয়ে যাচ্ছে, এত কাঠা জায়গা গোটা ঢাকায়ও নাই। )
-
যে ব্যবসা বুঝেন না, অথবা নিজে পরিচালনা করবেন না, সেরকম ব্যবসায় পার্টনার হবেন না। অমুক ভাইয়ে ব্যবসা করে আপনাকে মাস শেষে মুনাফা দিবে-এটি একটি ভ্রান্ত ধারণা। (যে কোন অনুমোদনহীন ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকবেন )
-
ফেরত পাওয়ার আশায় কোনদিন ঋণ দিবেন না, বাধ্য না হলে নিবেনও না। ব্যাংক বা ফিনান্সিয়াল ইন্সটিটিউটের কাছ থেকে ঋণ নেয়া খারাপ কিছু নয়, যদি স্মার্টলি ম্যানেজ করতে পারেন।
-
জীবনে মাঝে মাঝেই ধরা খাবেন। সবকিছু যেমন ভাবছেন তেমন যাবে না। পেরেশান হইয়েন না, এটা পার্ট অব লাইফ।
-
কন্টিনিউয়াস আপনার পেশার সাথে জড়িত বিষয়ে নিজের স্কিল ডেভেলপ করতে থাকবেন। এটি ভাত খাওয়া বাথরুম করার মতোই অভ্যাসের বিষয় করে ফেলুন। নতুন দক্ষতা তৈরি করতে না পারলে আপনার জীবনের প্রাইম টাইম ৫ বছরের বেশি হবে না, তারপরই ধস নামতে শুরু করবে।এইজন্য স্কিল ডেভলপমেন্ট বাধ্যতামুলক)
-
নূন্যতম ৬ মাসের খরচের সমপরিমাণ ক্যাশ সবসময় সঞ্চয় রাখবেন। এই টাকা কাউকে কখনোই ধার দিবেন না বা বৃহত্তর পরিবারের অন্য কারো জন্য খরচ করবেন না।
-
আপনার চাকুরি কালকে চলে যেতে পারে, অথবা পরশু রাতে হার্ট এটাক হয়ে গেলে রিঙ পরানো লাগতে পারে হার্টে। তখন ক্যাশ ছাড়া উপায় নেই। এই টাকা সোনা বা জমিতে খাটাবেন না, কারণ সময়মতো বিক্রি করতে পারবেন না।
-
স্থাবর সম্পত্তি কখনোই এমন দূরত্বে কিনবেন না যেখানে আপনি নিয়মিত যেতে পারেন না। আপনি ঢাকা শহরে থেকে কুয়াকাটা জমি কিনে ফেলে রাখবেন ভবিষ্যতে লাভের আশায়, নিজেকে প্রশ্ন করুন, কোনো ঝুট ঝামেলা হলে সেটা সামাল দেয়ার ক্ষমতা আপনার আছে কী না। অধিকাংশ মানুষেরই সেই ক্ষমতা নাই
-
মানুষকে নিয়ে বেশি বেশি ভেবে তাদের ইচ্ছার বাইরেও উপকার করতে যাবেন না..যে বা যারা আপনার পরামর্শ শুনেন না তাদেরকে উপযাচক হয়ে পরামর্শ দিতে যাবেন না।
-
স্বার্থপর ও চালাক মানুষের থেকে দূরে থাকুন।এর আগে স্বার্থপরতার সংজ্ঞা টা জেনে নিন ভালো করে, নয়তো সবাইকেই স্বার্থপর দেখাবে।