সব নতুন উদ্যোক্তারই স্বপ্ন থাকে তাঁর ব্যবসাটি একদিন বিশাল আকার ধারন করবে। প্রচুর অর্থ আর খ্যাতি অর্জন করবে তাঁর প্রতিষ্ঠান। কিন্তু সত্যিকথা বলতে, প্রতি ১০০টির মধ্যে ৯০টি নতুন ব্যবসার উদ্যোগই ব্যর্থ হয়। কেন মাত্র ১০% উদ্যোগ সফল হয়, কখনও কি ভেবে দেখেছেন?
যদি আপনার উদ্যোগের ক্ষেত্রে নিম্নোক্ত চিহ্ন গুলি দেখা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আপনার উদ্যোগটি ব্যর্থ হতে পারে।
জানা উচিত কি সেই সিম্বল গুলি, আজকে জেনে নিই-
যাঁরা ব্যবসা বানিজ্যের খবরাখবর রাখেন, অথবা একজন বড় উদ্যোক্তা হতে চান – তাদের কাছে “Entrepreneur Magazine” একটি পরিচিত নাম। বর্তমানে ব্যবসা বানিজ্য নিয়ে যতগুলো ম্যাগাজিন আর ওয়েবসাইট সারা বিশ্বে সাড়া ফেলেছে, entrepreneur তাদের মধ্যে অন্যতম।
আর অনলাইন মার্কেটিং জগতে যাঁরা কাজ করেন, তাঁদের প্রায় সবাই নীল প্যাটেল এর নাম জানেন। বর্তমানে অনলাইন মার্কেটিং জগতে তিনি একজন প্রথম সারির ব্যক্তি। সেইসাথে তিনি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়িক উপদেষ্টা, যাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তাদের মাঝে সেরা ১০০ জনের একজন হিসেবে আখ্যায়িত করেছেন, জাতিসংঘের হিসেবে তিনি ৩৫ বছরের কম বয়সী সেরা ১০০ উদ্যোক্তাদের একজন।
আজকের আলোচনার বিষয় গুলি ওনার কাছ থেকেই নেয়া, চলুন দেখে নিই সেই সিম্বল গুলি-
আপনি আপনার গ্রাহক/ক্রেতাদের বিষয়ে যথেষ্ঠ জানেন না
আপনি একটি মানসিক ফাঁদে আটকা পড়ে গেছেন
মার্কেটের গতির সাথে আপনি তাল রাখছেন না
আপনি যথেষ্ঠ দ্রুততার সাথে কৌশল বদলাচ্ছেন না
আপনি পরিকল্পনাকে যথেষ্ঠ দ্রুততার সাথে বাস্তবায়ন করেন না
আপনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করছেন
আপনি আর্থিক লাভের দিকে যথেষ্ঠ মন দিচ্ছেন না
আপনার পুঁজির ভান্ডার শেষ হয়ে যাচ্ছে
যদি আপনাদের চাহিদা থাকে তাহলে অবশ্যই বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ। আর কমেন্টে জানান এই সমস্যা গুলি কোন টা আপনি ফেস করছেন?