Small is beautiful Less is more
ব্যবসা গুলো শুরু হয় ছোট আকারে কিন্তু সকল উদ্যোক্তার মনেই থাকে যে তার উদ্যোগ টি একদিন অনেক বড় হবে।
সবাই স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার।কেউ বাড়ে লম্বালম্বি আবার কেউ সমান্তরাল।
নতুন উদ্যোক্তার সামনে থাকে অনেক বাঁধা বিপত্তি। অনেক চড়াই উতরাই পেরিয়ে তাকে এগোতে হয়। ব্যবসা বাড়ানো দূরে থাক- টিকে থাকাই অনেক ক্ষেত্রে দুরুহ হয়ে দাঁড়ায়। অনেকে ঝরেও যায়। অর্থ হারায়, উদ্দীপনা হারায়, পরিবারে লাঞ্চিত ও হতে হয়।
ছোট আর বড় ব্যবসার পরিচলানা একরকম নয়। ব্যবসা বড় করাতে হলে বাঁধাগুলো বুঝতে হবে। চিনতে হবে উদ্যোক্তা বা ব্যবসার গুরুত্বপুর্ণ ও প্রয়োজনীয় বৈশিষ্টগুলো। সব গাছ মহীরুহ হয় না। হওয়ার প্রয়োজনও নেই। বন মানে শাল আর সেগুন নয়, থাকে লতা গুল্ম, এমনকি দুর্বাঘাসও। কিন্তু শাল গাছকে যেন পর্যাপ্ত আলো বাতাস পানি দেই- শাল গাছ হয়ে ওঠার জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধাপ পেরোয়।
চলুন জেনে নিই যে সেই বাধা গুলি কি কি?
অস্তিত্ব
বেঁচে থাকা
সফলতা
উড্ডয়ণ
সম্পুর্ণতা
আর্থিক সম্পদ
কর্মী সম্পদ
পদ্ধতিগত সম্পদ
ব্যবসায়িক সম্পদ
উদ্যোক্তার উদ্দেশ্য ও ব্যবসার উদ্দেশ্যে
টেকনিক্যাল নলেজ
একজন উদ্যোক্তা সকল গুণে গুণান্বিত হবেন- তা আশা করা ঠিক নয়। তার বা তাদের ঘাটতিটা কোথায়- জানতে হবে। সেই ঘাটতি পুরনের জন্য লোক নিয়োগ করতে হবে।
আলীবাবার জ্যাক মা বলেছেন, তিনি নিজের চেয়ে দক্ষ লোক নিয়োগ করেন। কারণ তাদের কাছ থেকে তিনি শিখতে পারেন। ‘আমি ব্যবসার মালিক- আমি সবার চেয়ে বেশী জানি’- অনেকের মধ্যে এই অহম কাজ করে।
সেক্ষেত্রে প্রতিষ্ঠান আপনার সাইজ-মাফিক থাকবে। দশ জনের গুণের সম্মিলনের সমান বড় হতে পারবে না।