আপনার এন্ড্রয়েড মোবাইলে যে এপস গুলি অবশ্যই থাকা দরকার (বিস্তারিত পর্ব-০২)

বন্ধু 

Forhad Hossain

 সন্ধ্যা বেলায় ফোন করে চলে এলো, আর এসেই শুটিং স্পট থেকে দূরে নিয়ে জিজ্ঞাস করলো যে,

আচ্ছা তুই মোবাইল কিভাবে চালাস যে একটা মোবাইল এত দিন পরে ও এত ভালো চলে?
আমি বলার আগেই 

Kaniz Fatema Nitu

 জানল, দোস্ত আমি ওকে এই কাজে বস ই মানি আর তাই রাত ১২ টা কিংবা

সকাল ৬ টা হোক, সমস্যা মানেই সৌভিক কে নক করি।
আচ্ছা নে এবারে শুরু করি, আমি মোবাইল ভালো রাখতে আসলে বুঝে শুনে
এপস ব্যাবহার করি আর তাই আজ সবাই কে সেটা জানাচ্ছি-
ফাইল শেয়ার
আমরা যদি ফাইল শেয়ারের কথাই বলি তাহলে সবার মাথায় আগে আসে শেয়ার ইট কিন্তু আমি
এটা ব্যাবহার করি কম, ইভেন এপস টা ইন্সটল করি ই না, কারন এটা খুব ই বিরক্তিকর এড শো করে আর
এই এড শো করতে যেয়ে ই স্লো করছে আমার-আপনার মোবাইল। যদিও অন্যদের সাথে ফাইল
আনা-নেওয়া করার জন্য সবচেয়ে ভাল অ্যাপ হচ্ছে শেয়ারইট, এটাই বলবেন অনেকেই।
কিন্তু আমি এর বিকপ্ল গুলি তে সুইচ করেছি। যেমন- ড্রপবক্স, উই ট্রান্সফার, মি ড্রপ, জাপিয়া ইত্যাদি।
ফাইল শেয়ার যদি কম্পিউটারের সাথে মোবাইলে করি তাহলে?
কম্পিউটার ও মোবাইলের মধ্যে তারবিহীনভাবে ফাইল আদানপ্রদানের জন্য
এয়ারড্রয়েড খুব ভালো কাজ করে। তবে এজন্য আপনার পিসি ও মোবাইলে ওয়াইফাই সুবিধা থাকতে হবে।
এছাড়া গুগল ড্রাইভ, ড্রপবক্স, উই-ট্রান্সফার তো আছেই।
ম্যাপ
মোবাইলে ম্যাপ ব্যবহার করার জন্য সবচেয়ে ভাল হবে গুগল ম্যাপস।
এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশিরভাগ স্থানের সবচেয়ে পরিষ্কার ম্যাপ
ও উচ্চমানসম্পন্ন স্ট্রিটভিউ দেখা যায়।এটা ছাড়া আমি বর্তমানে অচল প্রায়, সকল নতুন জায়গাতে আমি এটা দেখেই যায়।
বাংলা লেখা
মোবাইলে বাংলা অক্ষরে লেখার জন্য ব্যবহার করতে পারেন রিদ্মিক কিবোর্ড।
এটি ব্যবহার করা বেশ সহজ। এছাড়া গুগলের ইন্ডিক কীবোর্ড ব্যবহার করেও
বেশ আরামে বাংলা লিখতে পারেন।যার যেটা ভালো লাগবে ব্যাবহার করবেন কিন্তু একাধিক রাখার দরকার নাই।
ডকুমেন্ট পড়া ও তৈরি করা
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রভৃতি ডকুমেন্ট পড়ার জন্য মাইক্রোসফট অফিস এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করতে পারেন।
কম্পিউটারে গুগল ডকস ব্যবহার করলে মোবাইলেও গুগল ডকস অ্যাপ ব্যবহার করতে পারেন।
গুগলের ড্রাইভ অ্যাপ ইনস্টল করলে এর মধ্যে ডকুমেন্ট ফাইল তৈরি করে অনলাইন ও অফলাইনে সেইভ করা যায়।
এছাড়া ড্রাইভ অ্যাপের সাহায্যে পিডিএফ ফাইলও ওপেন করা সম্ভব।
সচরাচর আপনি চাইলে, পিডিএফ ফাইল পড়তে চাইলে অ্যাডোবি রিডার ব্যবহার করতে পারেন।
ডিকশনারি
বিভিন্ন ভাষার শব্দের অর্থ জানতে গুগল ট্র্যান্সলেট অ্যাপ ব্যবহার করতে পারেন।
এছাড়া বাংলা ডিকশনারি অ্যাপটিও বেশ কাজের।মোবাইলে একটি ডিকশোনারি থাকা ভালো, যেকোন সময় কাজে লেগে যাবে।
নোট লেখা
বিভিন্ন বিষয় (যেমন বাজারের লিস্ট) মনে রাখার জন্য মোবাইলে নোট লিখে রাখতে পারেন।
এজন্য গুগল কিপ কিংবা Sticky Note অ্যাপ বেশ জনপ্রিয়।আমি আমার নোট রাখতে ব্যাবহার করি
এগুলি যা আমায় ভুলে যাওয়া থেকে পরিত্রান পেতে সাহায্য করে।
অনলাইনে ফাইল সংরক্ষণ (ইমেজ, অডিও,ভিডিও সহ)
দেখেন আপনি যদি ফাইল শেয়ারিং এর জন্য শেয়ার ইট ব্যাবহার না করে গুগল ড্রাইভ ব্যাবহার করেন
তাহলে সেটা একই সাথে আপনাকে ফাইল শেয়ারিং সহ অনলাইএন
যেকোন ধরনের ফাইল সংরক্ষন ও করতে সুবিধা দিচ্ছে।
আর একই কাজ তো আপনি ড্রপবক্স দিয়েও করতে পারছেন আর এগুলি আলাদা করে ক্ষতি ও করছে না।
কেননা এই এপস সবার মোবাইলেই আছে।তাই ঝামেলা ও তাই।
এছাড়া ছবির জন্য গুগল ফটোস ও ইয়াহুর ফ্লিকার জনপ্রিয়।
ছবি ও ভিডিও এডিট
মোবাইলে ছবি এডিট করার জন্য ফোনের ডিফল্ট অ্যাপ ব্যবহার করতে পারেন।
তাতে কাজ না হলে গুগলের স্ন্যাপসিড ব্যবহার করুন। এছাড়া ইনস্টাগ্রাম অ্যাপেও ছবি এডিট করে ইফেক্ট দেয়া সম্ভব।
আর ভিডিও এডিট করার জন্য অ্যাডোবি প্রিমিয়ার ক্লিপ অ্যাপ ব্যবহার করতে পারেন কিংবা আমার দেয়া ১২ টি
এপসের মাঝ থেকে আপনার চাহিদা ও সুবধা অনুযায়ী একটি ব্যাবহার করুন।
ব্যাকআপ, এন্টিভাইরাস, র্যাম ক্লিনার, ব্যাটারি সেভার
মোবাইলের অ্যাপ ব্যাকআপ নিয়ে এপিকে (APK) ফাইল হিসেবে সেইভ করে রাখতে চাইলে
এন্ড্রয়েড এসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহার করতে পারেন। আপনি যদি চান,
তাহলে এন্ড্রয়েডে ক্যাসপারস্কি অথবা অ্যাভাস্ট এন্টিভাইরাস ব্যবহার করতে পারেন।
তবে এন্টিভাইরাস অ্যাপ ফোনকে স্লো করে দিতে পারে।
বাইরে থেকে র্যাম ক্লিনার অ্যাপ ইনস্টল না করে ফোনে থাকা র্যাম ক্লিনার পদ্ধতি ব্যবহার করলেও ভাল ফল পাবেন।
ব্যাটারি সেভার অ্যাপ ইনস্টল না করে যখন ব্যাটারির চার্জ খুব বেশি সময় রাখা দরকার হবে তখন
ফোনের ব্যাটারি সেভিং/পাওয়ার সেভিং মুড চালু করে দিন। এতে ফোনের ক্ষমতা কিছুটা কম ব্যবহৃত হবে ও চার্জ বাঁচবে।
সুযোগমত আবার চার্জ দিয়ে ব্যাটারি সেভিং মুড বন্ধ করে নরমাল মুডে ফিরে আসুন।
Iffat Hossain Tondra

 আপু- ভাইয়া এত মনে রাখবো কি করে?

আপনি এই গুলি রেখে কাজ শুরু করেন, দেখবেন মনে রাখা লাগবে না।এমনি তেই অভিজ্ঞ হয়ে যাবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *