টাইটেল পড়ে স্কিপ করবেন অনেকেই, কারন- আরে ভাই আপনি কি জানেন না যে আমরা সব কিছু ঠিক রাখি। এইসব পোষ্টের কোন দরকার আছে কষ্ট করে পড়ার?
আমিও ভাবছি লেখার কোন অর্থ আছে কি? ভেবে দেখলাম-আমি লিখি আমার জন্য,কেউ পড়লেও লিখি আর না পড়লেও লিখি।
আচ্ছা যাইহোক- ক্রেতাদের যা বলবেন, তাঁরা যেন সেটাই পায়।
বিজ্ঞাপনে যা থাকবে, তারচেয়ে বেশি দিন। কোনওভাবেই কম দেবেন না। কথা ও কাজে এক না থাকলে আপনার ব্যবসার কোনদিনও উন্নতি হবে না। সততার মূল্য সবখানেই আছে। হয়তো সততার ফলাফল পেতে সময় লাগে, কিন্তু একবার পাওয়া শুরু হলে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।
আপনার কথার সাথে যদি সার্ভিসের মিল না থাকে, তবে একজন ক্রেতা একবার এসে আর আসবে না। সেইসাথে মুখে মুখে আপনার দুর্নামও ছড়িয়ে পড়বে। এর ফলে ব্যবসার প্রসার তো হবেই না, বরং দিন দিন কমতে থাকবে। অনেক বড় বড় কোম্পানী শুধুমাত্র এই কারণে বাজারে টিঁকে থাকতে পারেনি।
অন্যদিকে কথার সাথে যদি সার্ভিসের মিল থাকে – তবে ক্রেতা তো ফিরে আসবেই, মানুষের মুখে মুখেই আপনার ব্যবসার সুনাম ছড়িয়ে পড়বে – যার ফলে অনেক নতুন নতুন ক্রেতা যোগ হবে। ফলে ব্যবসার আয়ও দিন দিন বাড়তে থাকবে।
আপনার যা নেই – কখনওই তা থাকার কথা বলবেন না। ক্রেতার সাথে সৎ থাকুন। আপনার ব্যবসার আয় কমার বদলে দিন দিন বাড়তেই থাকবে।