কাল একটা পোস্ট সামনে এলো- একজন উদ্যোক্তা তার ফেসবুক প্রোফাইলে প্রশ্ন রেখেছেন ঠিক এভাবে- “আপনার দৃষ্টিতে, আমি কি সফল নাকি এখনো সফল হইনি?”
আমি প্রশ্নটা দেখে অবাক হলাম,কারন- যে প্রশ্নের উত্তর ওনার নিজের কাছেই আছে,সেটা আবার অন্য কারো কাছ থেকে জানার আগ্রহ ওনার কেন তৈরি হবে?
আপনি সফল কিনা এটা জানার জন্য,আপনাকে এই প্রশ্নটার উত্তর,নিজেই দিতে হবে।
বিজনেস সফলতার দিকে যাচ্ছে কিনা সেটা জানার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে-

আপনার বিজনেস কি আপনার অনুপস্থিতিতে চলে? কিংবা আপনার বিজনেস কি আপনাকে ছাড়াই চলে?
জানি সবাই আমাকে বলবেন- আমি হয়তো পাগল কিন্তু খেয়াল করে দেখেন- জেফ বেজস কিংবা জ্যাক মা কে দেখতে হবেনা,আমাদের বাজারে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টের বিজনেস কিন্তু ঐ মালিক ছাড়াই চলে।
ঐ মানুষকেই বলে সফল উদ্যোক্তা।কারন তিনি একটা সিষ্টেম তৈরি করেছেন যেটা তার অনুপস্থিতিতেও চলছে এবং চলবে।
সফল উদ্যোক্তারা এগুলি করতে পারেন বলেই তারা একটার পর একটা নতুন আইডিয়া জেনারেট করে সেটা ইম্পলিমেন্ট করতে পারেন এবং দিনশেষে গ্রুপ অফ কোম্পানি তৈরি করতে পারেন।
সফল উদ্যোক্তা হবার জার্নিটা হলো- Chief of everything থেকে Chief of nothing এ টার্ন করতে পারা।
if your business depends on you, you Don’t own a business. You have a job & It’s the worst job in the world.
আপনি ব্যবসার ফাউন্ডার বা মালিক হতে পারলে সমস্যা নেই।বিজনেস যেন কোনভাবেই আপনার মালিক না হয়ে যায়।
You have to own your business, rather than business owns you.