ফেসবুক কন্টেন্টে যা যা নিষিদ্ধ করা হয়েছে সেগুলি জেনে নিই
গত কন্টেন্টে যে পরিমাণ চাহিদা দেখা গেছে সেখানে আমার জন্য অনুপ্রেরণার রসদ খুঁজে পাওয়া কঠিন কিছুই নয়, তাই আজকে লিখতে বসলাম এই সিরিজের ২য় কন্টেন্ট।
আজকে শুরু করি আগেই যে, ফেসবুক পেজে কোন কোন জিনিস নিষিদ্ধ, আসুন সেই তালিকা দেখে নিই–
ফেসবুক পেজে কিছু জিনিস পোস্ট করা অবৈধ। যেমন, ইস্যু, ইলেকশন এবং পলিটিক্স। এই তিন ধরণের বিষয়ে আপনি কখনো পোস্ট করবেন না বা কখনো ক্যাম্পেইন রান করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার এড একাউন্ট ব্লক করে দেয়া হবে।
কম্পিটিটর এনালাইস
ফেসবুকের এড লাইব্রেরির মাধ্যমে আপনি খুব সহজে আপনার কম্পিটিটর এনালাইসিস করতে পারবেন। আপনার কম্পিটিটর কোন ধরণের বিষয় নিয়ে কাজ করছে তা আপনি এড লাইব্রেরি থেকে বুঝে নিতে পারবেন। এজন্য ফেসবুকের এড লাইব্রেরির নিদৃষ্ট লিংকে গিয়ে আপনার কম্পিটিটরের পেইজের নাম লিখে সার্চ করুন। সব ইনফরমেশন পেয়ে যাবেন।
আমরা অনেকেই বলি, আমাদের পেজের কন্তেন্ট রিচ করছেনা কিংবা আগের মত আর রিচ নাই,হ্যা এই কথা সঠিক যে, ফেসবুক তাদের অর্গানিক রিচ কমিয়েছে আগের তুলনায় কিন্তু তারপরও আপনার পেজের অর্গানিক রিচ ঠিক রাখতে কিছু নিয়ম মেনে পোস্ট করতে হবে। এইজন্য ফেসবুকের নির্দিষ্ট পোস্ট ক্যালেন্ডার আছে। চলুন দেখে নিই-
ফেসবুক কন্টেন্ট ক্যালেন্ডার
এই জিনিস টা মনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন। সবসময় মনে রাখতে হবে আপনি যদি মঙ্গলবার দিন কোন পোস্ট করেন তাহলে আপনি একদমই রিচ পাবেন না। কারণ ফেসবুক প্রতি সপ্তাহের সোমবার দিন তাদের সার্ভার আপডেট করে থাকে।
আপনি যদি বৃহস্পতিবার বা রবিবারে কোন পোস্ট করেন তাহলে সবচেয়ে বেশি রিচ পাবেন। আর আপনার পোস্ট করতে হবে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে রিচ পাবেন।তবে রোযার মধ্যে সকালের ও রাতের রিচ টাইমের কিছুটা হেরফের আছে। আবার আপনি যদি আজকে একটি পোস্ট করে ঘুমিয়ে যান, ১মাস পরে আবার পোস্ট করেন, তাহলে দেখবেন রিচ একেবারেই কমে গেছে।
তাই আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত দুইটা বা একটা পোস্ট করতেই হবে। তাই আপনি অবশ্যই নিজের মত করে একটি পোস্ট ক্যালেন্ডার তৈরি করে নিন।
মোঃ সৌভিকুর রহমান
শিক্ষক (কম্পিউটার বিভাগ)
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
আমার কাজ- লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,ফেসবুক পেজ ডেকোরেশন,ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন,পেজ প্রমোট ও বুষ্টিং,কন্টেন্ট রাইটিং,ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভলপমেন্ট নিয়ে।
আমার পেজ- ICT CARE