Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আর ফেসবুক পেইজের এডমিন মানেই নানান ধরনের চিন্তা; কিভাবে পেইজে প্রমোট করবেন, লাইক বাড়াবেন, শেয়ার করাবেন….. ইত্যাদি সকল চিন্তার অবসর ঘটানোর জন্য আজকের এই পোষ্ট।
ফেসবুকে পন্যের প্রসার এখন বড় বড় সব কোম্পানী ই করছে। পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ড কোকাকোলা তাদের ১৭% কাস্টমার ফেসবুকের মাধ্যমে আনছে। তাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখন প্রতিটা ব্যাবসা প্রতিষ্ঠানের বিপননের অন্যতম অঙ্গ।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায়া মার্কেটিং মানেই ফেসবুক, টুইটার, ইউটিউব, লিংকড ইন, টিকটক এগুলিকেই বোঝে সবাই।
ফেসবুকে কিভাবে সহজ পদ্ধতী অনুসরন করে বেশি লাইক ও শেয়ার পেতে পারেন তার একটি ধারনা দিয়েছেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ড্যান যারেলা। তার অনুসন্ধানি প্রতিবেদনে তিনি বেশ কয়েকটি সফল পদ্ধতির কথা বলেছেন,সেগুলির সাথে আমার অভিজ্ঞতা মিলিয়েই আমি আজকের কন্টেন্ট লিখছি।
পোস্টের ধরন
অনুসন্ধান করে দেখা গেছে, ফেসবুক পেজে ছবিতেই সবচেয়ে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার হয়। তবে এই ৩ টি কাজের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে যা মুলত বুঝতে হলে,আপনাকে কন্টেন্ট রিসার্চ ও কন্টেন্ট ইমেজ সাইজ,ডিজাইন এসব সম্পর্কে ধারনা অর্জন করতে হবে।
নিজেকে সূত্র হিসেবে ব্যাবহার করা
পেজের কোনো পোস্টে, আপনি নিজেকে রেফারেন্স হিসেবে ব্যাবহার করুন যেমন “আমি দেখেছি” বা ”আমি বিশ্বাস করি” এরকম ভাবে। এই ধরনের পোস্টে গ্রাহকের আস্থা বাড়ে এবং বেশি বেশি শেয়ার হয়।অন্তত অন্যের থ্রু দেয়া বা কপি করে হুবহু বসানো বাদ দেয়া উচিত।
পোস্টের সেন্টিমেন্ট
যে পোস্ট গুলো নিরপেক্ষ ভাবে লেখা হয়, মানে হল যে পোস্ট গুলো সুস্পষ্ট ও নয় আবার অস্পষ্টও নয় এই ধরনের পোস্ট গুলো কম লাইক পায়। নেগেটিভ পোস্ট গুলো সবচেয়ে বেশি কমেন্ট পায় পজেটিভ পোস্ট গুলোর থেকে।তার মানে আপনাকে পজিটিভ ও নেগেটিভ মার্কেটিং সম্পর্কে ধারনা অর্জন করতে হবে।
পোস্টের সময়
যে পোস্ট গুলো দিনের শেষে করা হয়, সেগুলো বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার পায় কারন এই সময়ে মানুষ কাজ শেষে বাড়িতে ফেরে এবং পার্সোনাল লাইফে প্রবেশ করে। এই সময়টাকে পিক আওয়ার বলে, সাধারনত সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ তা পর্যন্ত।কখনো কখনো সেটা আবার রাত ১০ টা অবধি চলে,উইক এন্ড গুলিও আমলে নিতে হবে।