আপনি হয়তো কে আপনার প্রোফাইলে সর্বশেষ ভিজিট করেছেন এটা জানতে উন্মুখ।চলেন আজ জেনে নিই সত্যি টা।
সর্বশেষ কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করলো? এটা জানার জন্য আপনি হয়তো
অনেক টিউটোরিয়াল দেখেছেন।
কিন্তু এই টিউটোরিয়াল গুলি ম্যাক্সিমাম ই ভুলে ভরা কেননা ফেসবুকের এমন কোন সিষ্টেম
নাই যে আপনি দেখতে পাবেন কে আপনার প্রোফাইল টি সব শেষ দেখেছেন।
তবে এমন কিছু উপায় আমি আজ বলবো যেগুলি দিয়ে আপনি বুঝতে পারবেন কারা আপনার
প্রোফাইলে নিয়মিত আসেন।
আপনার ফ্রেন্ডলিস্ট
আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড লিস্ট চেক করে দেখতে পারেন যে থেকে আপনার প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করে।
এক্ষেত্রে আপনার ফ্রেন্ডলিস্ট নামক অপশন টি তে ক্লিক করে সবচেয়ে উপরে থাকা কয়েকজন ফ্রেন্ডকে দেখতে পারেন,
আর উপরে থাকা সমস্ত ফ্রেন্ড গুলাই হল আপনার প্রোফাইলে নিয়মিত ভিজিটর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকজন।
ফ্রেন্ড সাজেশন
আপনি অনেক সময় আপনাকে ফেসবুকের নোটিফিকেশন বারে দেখতে পারেন, ফেসবুক কর্তৃপক্ষ কার্তিক একটি নোটিফিকেশন You Have New Friends Suggestion”
আর যখনই ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এরকম কোন নোটিফিকেশন দিবে তখনই খুব বেশি সম্ভাবনা থাকবে ওই ব্যক্তিটি আপনার প্রোফাইলে বেশিক্ষণ ভিজিট করে এই বিষয়টা।
পোস্ট লাইক
অনেক সময় দেখা যায় আপনি যখন একটি নতুন স্ট্যাটাস আপনার টাইমলাইনে পাবলিশ করেন, তখনই কয়েক সেকেন্ড মধ্যে আপনার পোস্টে প্রথম লাইকটি পড়ে যায়।
আর যে আপনার স্ট্যাটাসটিতে সর্বপ্রথম লাইক দেয় তার টাইমলাইনে আপনার পোস্টটি সবার আগে চলে যায়।
এখন আপনি যদি অন্য কারো প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করেন তাহলে আপনি দেখতে পারবেন যে ওই ব্যক্তিটি পাবলিশ করা পোস্ট সবার আগে আপনি পাবেন।
আর তাই সব সময় আপনি এটা লক্ষ রাখবেন যে আপনার পোস্টটিতে সর্বপ্রথম লাইক দেয় সে আপনার প্রোফাইলে সার্বক্ষণিক ভিজিট করার একটি সম্ভাবনা আছে।
আর উপরে দেয়া তিনটি উপায় সবচেয়ে কার্যকরী সর্বশেষ কে আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করেছে এটা দেখার জন্য।