আপনার বিজনেস পেজ কতটুকু প্রফেশনাল- যারা রিয়েল বিজনেস করতে চান তারা পড়বেন
ভাইয়া আমার পেজ টি একটু দেখে দিবেন যে সব ঠিক আছে কিনা,এমন ম্যাসেজ প্রায় আসে,কিন্তু সত্য টা হলো একটা পেজ কে মনিটর করা আর ডাক্তারের রোগী দেখা দুইটার মধ্যে পার্থক্য খুব কম।
অনেক সময় নিয়ে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা লাগে আসলেই কি সমস্যা,যা আসলেই একজন প্রফেশনালের জন্য বিরক্তিকর বা কষ্টসাধ্য।
একজন প্রফেশনাল কে অনেক কাজেই থাকতে হয়,দিনে যদি একজন ৫ টি পেজ ও ভিজিট করেন এবং তার রিপোর্ট দেন তাহলে তো তার ৫ ঘন্টা এভাবেই চলে যায়,এজন্য একজন প্রফেশনালকে দিয়ে চেক করাতে তাকে ভিজিট দিতে হবে,এটাই স্বাভাবিক।
আজ আমি এই কন্টেন্টে যারা বিজনেস টাকে সিরিয়াস ভাবে নিয়েছেন তাদের জন্য কিছু ব্যাপার শেয়ার করবো। Facebook এ Business বা F- Commerce আমাদের মধ্যে অনেকেই শুরু করেছেন।
করার জন্যেই বিজনেস করছেন, এমন লোকদেরকে বাদ দিয়ে আসলেই Business করার জন্যে শুরু করেছে তাদের জন্যেই এই কন্টেন্ট টি।
আপনার Business Page টি কত টুকু প্রফেশোনাল?
প্রফেশোনাল শব্দটা বাদ দিয়েও যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার পেজ টির Information কত % কমপ্লিট? কত % কমপ্লিট তা জানার জন্য আপনাকে অগাধ জ্ঞানের দরকার নেই।
Facebook নিজেই বলে দিবে Page এর কত % Information Complete হয়েছে। যদি আপনি already 100% করে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। আপনি অনেকের থেকে এগিয়ে আছেন।
এবার আসি Page টা Professional কিনা তা নিয়ে কথা বার্তা বলি। আমি একটা Sort List করেছি, দেখুন তো সব গুলো Settings আপনার Page এ সেট করা আছে কিনা-
1. Page Username
2. Right Template
3. Right Tab
4. Right Categories
5. Create Catalogue
6. Approved Commerce Manager
7. URL Setup
8. Story Create
9. About
10. Social Media Connect
11. Business Gmail
12. Business WhatsApp
13. Website Connect
14. Location Set
15. Additional Information
16. Price Range
17. Group
18. Advance Messaging
19. Business Hours
20. Button Set
সব গুলো সেটিংস যদি আপনার ঠিক মত সেট করা থাকে আপনাকে আবারো অভিনন্দন
আর যদি আপনার পেজে কিছু সেটিংস মিসিং থাকে ঠিক করে নিন,কেননা সকল তথ্য সঠিক মনে না হলে আপনি নিজেই কিনবেননা সেখান থেকে,তাহলে আপনার কাষ্টমারগন?
কোনটা বা কোন গুলো সেট করা নাই আপনার Page এ? এটা ফাইন্ড আউট করুন আর কমেন্ট করে ফেলুন।এগুলি বেসিক নিড এগুলি না থাকলে এডভান্সে কি অবস্থা সেটা ভাবুন।
মনে রাখবেন- আপনার কাষ্টমার তারাই,যারা আপনার রুচিকে প্রাধান্য দেয়।