আপনার ব্যবসা অনেক বড়,মাশ আল্লাহ।এদিকে আপনার ওয়েবসাইট নেই মানে,আপনার ব্যবসার মেইন ব্যাপার টাই নাই।
ফেসবুকের বাইরে আপনার কোন ব্রান্ডিং নাই মানে,আপনার ই-কমার্স বিজনেসের “ই” টাই নেই।
ফেসবুকে বড় পেজ চালিয়ে, ওয়েবসাইট বিহীন থাকে বিজনেস করে নিজেকে বিজনেস ম্যান ভাবা আর তেলাপোকা কে পাখি ভাবা দুইটাই সমান।
ফেসবুকের বাইরেও বিজনেসের বিশাল বড় ক্ষেত্র আছে।যারা ফেসবুকের বাইরে আপনাদেরকে কিছুই চেবাই না,তারা জানে যে- পুকুরের মাছ কে সমুদ্র দেখালে,সেই মাছ আর কথা শুনবেনা,তাদের ব্যাবসাও হবেনা।