সফলতার জন্য অন্য কারো সাহায্য প্রয়োজন নেই আপনার, বরং আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট।
নিজের পরিচালিত ব্যবসা নিয়ে আপনি বেশি সন্তুষ্ট হতে পারছেন না।
অনেকেই ভাবেন অর্থনৈতিকভাবে এমনকি মানসিক ভাবে যদি কারোর সহায়তা পাওয়া যেত, তাহলে হয়তো ব্যবসার জন্য ভালো হতো।
আপনার ধারণা অর্থনৈতিক সচ্ছলতা আর মানসিক প্রশান্তির জন্য অপরের সাহায্যে সফল হতে পারতেন। বাস্তবিক অর্থে তার এই ধারণাটি ভুল।
একজন উদ্যোক্তা হিসেবে অথবা একজন চাকরিজীবী হিসেবে অথবা সমাজের যেকোনো অবস্থানে থেকেই
আমাদের নিজেদের মধ্যে প্রতিনিয়ত কিছু প্রশ্ন তাড়া করে বেড়ায়।
আর তা হলো আমি কি নিজের জন্য যথেষ্ট, আমি কি পারবো অথবা আমি আসলে ঠিক কতটুকু পরিশ্রম করলে জীবনের রাস্তায় নিজেকে সফল করতে পারবো।
অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই কথাটি মানতে কষ্টকর হলেও বাস্তব হচ্ছে আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। আপনি যদি পরিশ্রমী হোন, সৎ থাকেন এবং সফল হবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ থাকেন তবে চূড়ান্ত সফলতার জন্য আপনার অন্য কারো ওপর ওপর নির্ভরশীল হতে হবে না। অপরের প্রতি নির্ভরশীল হওয়ার মানে হলো আপনার দুর্বলতাকে অপরের নিকট প্রকাশ করা।
জীবনে যদি সফল হতে হয় তাহলে এই বিশ্বাসটি রাখা প্রয়োজন আপনি নিজেই আপনার জন্য যথেষ্ট, অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই সফল হবার জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের উপর আস্থাবান হওয়াটা বিশেষ জরুরী। আপনাকে সবসময় এই বিশ্বাস রাখতে হবে যে, আপনি যা করছেন তা ভালো করছেন, আপনি যা তা নিজের জন্য যথেষ্ট।
নিজেকে নিয়ে কিছু প্রশ্ন তৈরি করুন আর অপেক্ষা করুন পরের পোষ্টের জন্য যে আসলেই মিলে গেলো কিনা।
না মিললেও সমস্যা নাই
ইনশাআল্লাহ আগামীকাল আমি লিখব এর ২য় খন্ড।