আপনার সেল ডাউন বলে আপনি সংকিত এবং আতংকিত হচ্ছেন?একটু কি চিন্তিত?
সেটা তো থাকারই কথা কিন্তু ব্যাপার হলো- আপনি কি জানেন, কেন আপনার পন্যটির সেল জেনারেট হচ্ছেনা?
গ্রহনযোগ্যতা তৈরি হয়নি বা করতে পারেন নি আপনি।হ্যাঁ, এটাই সত্য।মার্কেটে যখন কোন পন্যের চাহিদা তৈরি হয়,অর্থাৎ মানুষ যখন বুঝবে যে ঐ পন্যটি তাদের দরকার এবং এই সমস্যার সমাধান মেটাতে সক্ষম,তখনই কেবল তারা পন্যটি কিংবা সেবাটি নিতে আগ্রহী হবে।
আগে পন্যের গ্রহনযোগ্যতা তৈরি করুন,তারপরে সেল নিয়ে ভাবুন।মনে রাখবেন, মাসে ৫০০০ টাকা সেল ছিলো কিন্তু এখন ১ লক্ষ টাকা সেল করেন মানেই বিজনেস বড় হচ্ছেনা।
বিজনেসে একটা টেবিল ছিলো,এখন ২ টা টেবিল আছে।এটাকেই বিজনেস এক্সপেনশন করা বোঝায়।