আপনি কেন বিজনেস করছেন? আপনার বিজনেস করার পিছনে কারন কি?
এসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম,অনেকেই অনেক রকম ব্যাখা দিয়েছেন।আর মুলত এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছি,কারন- আপনারা সকলেই আমার সাথে কাজ করতে চেয়েছেন,আপনারা আমার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে নিজেকে যুক্ত করে নিজের উন্নতি করতে চেয়েছেন।আপনাদের ভুলগুলি ধরিয়ে দিচ্ছি- কেন আপনাদের উন্নতি আসেনাই এতদিনে,একটি দেখে নেন-
যারা অর্থ উপার্জনের জন্য বিজনেস করে এবং করতে এসেছে,তারাই মুলত এই ক্ষেত্রে সফলতা পাচ্ছেনা এবং সেক্টরটার ক্ষতি করছে।
বিজনেসে আপস এন্ড ডাউন থাকে,তাই এটা মেনে নিতে হবে।
অর্থ উপার্জনের জন্য বিজনেস করতে আসছে বলেই- একটু ইনকাম কম হলে তারা হতাশ হয়ে পড়ে কিংবা হালের ফ্যাশন “ডিপ্রেশন ” নামক শব্দের বেড়াজালে আটকে পড়ে।
এই অবস্থা থেকে তারা উতরে যেতে পারেনা ম্যাক্সিমাম ক্ষেত্রেই।এইজন্য দেখবেন- তারাই আবার বলে,ব্যাবসা করে কিছু হবেনা।অন্যদেরকে এটা করতে নিষেধ করে।
সবার আগে জানা লাগবে- আমি আসলেই কি টাকার জন্য বিজনেস করছি?
নিশ্চিত ইনকামের জন্য ব্যবসা নয়,চাকুরী করা উচিত।যেখানে মাসের শেষে নিশ্চিত ইনকামের ব্যাবস্থা থাকে।আর যারা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এবং স্বাধীনচেতা মনোভাব প্রকাশ করেন,তাদের জন্য মুলত বিজনেস।
আমি- টাকার জন্যই বিজনেস করছিনা,তাহলে আমি কিসের জন্য বিজনেস করছি?
হ্যাঁ,আমি আমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে চাই,তাই বিজনেস করছি।আমি জানি,স্বপ্নকে ছুঁয়ে দেখা সহজ কাজ নয়।আর এখানে অনিশ্চয়তায় ভরা পথ আছে,স্যাক্রিফাইস আছে,পেইন আছে।আমি সেটা মেনে নিয়েই কাজ করতে এসছি।
এজন্য সবার আগে সেই মাইন্ডসেট করা জরুরী যে- আমি কেন বিজনেস করছি,আমার বিজনেস করার পিছনে কারন কি।