Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আপনি যদি কোন একটি পন্য বা সেবার ক্যাটাগরিতে প্রথম না হতে পারেন,তাহলে এমন একটি ক্যাটাগরি তৈরি করুন যেখানে আপনিই প্রথম।
আসুন একটু ব্যাখা করি-
আকাশপথে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া প্রথম ব্যাক্তির নাম কি?
অনেকেই হয়তো বলতে পারবেন যে- চার্লস লিন্ডবার্গ।
এখন যদি বলা হয়- ২য় ব্যাক্তিটি কে?
একই রকমভাবে যদি বলা হয়- আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
অনেকেই বলতে পারবেন যে, জর্জ ওয়াশিংটন। কিন্তু ২য় ব্যাক্তির বেলাতেই আটকে যাবেন।
যদি বলা হয়,আমেরিকার প্রথম আমদানিকৃত বিয়ার কোম্পানির নাম কি?
সেটাও হয়তো অনেকেই বলতে পারবেন যে- হেনকেন।আবাত এখানেও কিন্তু ২য় কোম্পানির বেলাতে আটকে যাবেন।
যদি বলা হয়,বাংলাদেশে এফ-কমার্স উদ্যোক্তাদের জন্য লেখা প্রথম বইটির নাম কি?
অনেকেই বলতে পারবেন যে- “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন-১ম খন্ড” এবং সেটি আমারই লেখা।
কিন্তু উদ্যক্তাদের নিয়ে লেখা ২য় কিংবা ৩য় এগুলির নাম কিন্তু মনে রাখার দরকার নেই কিংবা আমরা রাখিনা।
তাই বলে কি এইসকল ক্ষেত্রে ২য় কিংবা ৩য় বা ৪র্থ কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান আর কাজে নামেনি?
নেমেছে এবং অনেকেই কাজ করছে তবে কেউ কেউ তার ক্রিয়েটিভিটির চুড়ান্ত লেভেল দিয়ে গড়ে তুলেছে অন্য ক্যাটাগরি।
যেমন-
আকাশপথে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া ৩য় ব্যাক্তির নাম হলো- আমেলিয়া এরহার্ট
কেউ এই ব্যাক্তিকে ৩য় হিসাবে মনে রাখেনি,মনে রেখেছে এইজন্য যে- তিনি হলেন,আকাশপথে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া প্রথম নারী।
এখানে উনি ২য় জনের চেয়েও বেশি নাম করতে পেরেছেন কেবলই নিজে একটা আলাদা ক্যাটাগরি সৃষ্টি করার জন্য।
আমেরিকার আঞ্চলিক বিয়ার প্রস্তুতকারক কোম্পানির নাম হলো- মিলার লাইট,যেটি এখনো সমানভাবে নাম করা ও শীর্ষে আছে।
বিয়ারের জন্য প্রায় ৪২৫ টি কোম্পানি আমেরিকাতে থাকলেও কেন মানুষ হেনকেন ও মিলার লাইটকে আলাদা করে মনে রেখেছে বলেন তো?
কেন তারা শীর্ষ স্থানে আছে?
কারন তারা আলাদা আলাদা ক্যাটাগরি সৃষ্টি করেছে।
আপনারা যারা উদ্যোক্তা বলেন কিন্তু আদতে ব্যাবসা করেন তারা একটু ভাবেন যে- কোন ক্যাটাগরিতে মানুষ আপনাকে,আপনার উদ্যোগকে, আপনার পন্য বা সেবাকে মনে রাখবে?