আপনি যেভাবে আমাদের চ্যালেঞ্জের অংশ হবেন

আপনারা যারা আমাকে চিনেন তাদের জন্য কাজটা সহজ কেননা তারা জানেন আমার কাজের প্রসেস টা ঠিক কেমন।আর যারা আমাকে একেবারে না চিনেই এই ডেভলপমেন্ট প্রোগ্রামের অংশ হতে চাইছেন,আমি তাদেরকে একটু সময় নিতে অনুরোধ করবো।
যেভাবে হবে এই সিলেকশন প্রসেস-
Step 1: আমি প্রথমে আপনার পেজ চেক আপ করে নিতে চাই এবং সেটার কি কি সমস্যা আছে সেটা নোট করে আপনাকে দিয়ে একটা কনসাল্টেন্সি সিডিউল দিয়ে দিব।ঐ সেশনে বসে আপনার সাথে বসবো সব বিস্তারিত নিয়ে।
পেইজ চেক আপ করতে আপনার খরচ – ৫১০/-
কনসাল্টেন্সিতে খরচ হবে – ১০২০/- (প্রতিবার)
Step 2: কনসাল্টেন্সিতে বসবো আপনার প্রোডাক্ট নিশ থেকে শুরু করে, আপনার বিজনেসের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা জেনে নিয়ে আমি ১টা বিজনেস প্ল্যান করবো আপনার জন্য।
আমরা ঐ প্রেস্ক্রিপশনেই কাজ করবো তিনমাস কিন্তু এই সময়ের মধ্যে আমি প্রতিদিন আপনাদের কাজের রিপোর্ট নেবার জন্য একটা রিপোর্ট চার্ট দিয়ে দিব।
চার্জ- মাসিক কোন টার্গেটে আমরা কাজ করবো তার উপরে ডিপেন্ড করে কাজ হবে এবং চার্জ নির্ধারিত হবে সেভাবেই।
Step 3: আপনার পেজে ও বিজনেসের প্ল্যানে যেসব সমস্যা আছে সেগুলিকে নোটিফাই করে আগে আমরা সেগুলির সমাধান করবো।
চার্জ – ডিপেন্ড করবে বিজনেস বুঝে।
Step 4: Plan, Content, Presentation সহ সেসহ সমস্যা আছে সবগুলিই আমরা সমাধান করবো।
চার্জ – ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী।
Step 5: আমাদের তিন মাসের জন্য যে লক্ষ্য থাকবে সেটাকে ব্রেক ডাউন করে নিব এবং সেই অনুযায়ী আমরা বসবো অন্ততপক্ষ্যে তিনবার।কনসাল্টেন্সিগুলি আপনার সুবিধামত অনলাইনে/অফলাইনে হবে।
✅ কারা এপ্লাই করতে পারবেন?
উত্তর: যেকোন পর্যায়ের উদ্যোক্তারা এপ্লাই করতে পারবেন।SME হোক কিংবা বড় কর্পোরেট যেকেউ এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
সবার জন্যই উন্মুক্ত থাকবে এই সেশন।কেননা কারো সাথেই কারো মেলবন্ধন হবেনা অন্তত প্ল্যানিং এ।
✅ কত টাকা খরচ হবে?
উত্তর: একবারে এই উত্তর দেয়া কঠিন আর এটা ডিপেন্ড করবে আমাদের প্ল্যান ও বিজনেসের অবস্থার উপরে।
আপনার প্ল্যান না শুনেই আপনাকে চাপিয়ে দেয়া হবে বলে ধারনা করবেন না দয়া করে।
✅ সব টাকা একসাথে দিতে হবে?
উত্তর: নাহ।আমরা নরমালিও এইভাবে কাজ করিনা। আমাদের পলিসি হলো সব সময় One step at a time.
আমরা স্টেপ বাই স্টেপ যাবো এবং স্টেপ বাই স্টেপ কাউন্ট করবো তাই ধরে নিতে পারেন তিন মাসের জার্নির এই টাকা আপনাকে মিনিমাম ২০-২৫ বারে দিতে হবে।
✅ পুরাতন ক্লায়েন্টরা এপ্লাই করতে পারবে কিভাবে?
উত্তর: শুধুমাত্র একটা কনসাল্টেন্সি নিয়ে।তবে অবশ্যই আপনার যদি এটা থেকে এক স্টেপ বেশি আগামোর ইচ্ছা থাকে তবেই।
✅ এপ্লাই করার ডেট শেষ কবে?
উত্তর- আমি ইতিমধ্যেই ৮০+ এপ্লিকেশন পেয়েছি তাই আমি সিডিউল দিয়ে শেষ করে ফেলবো দ্রুতই।সবার সিডিউল দিয়ে তাদের সাথে এইমাসের মধ্যেই বসে ঠিক আগামী মাস থেকেই তাদের কাজ শুরু করে দিতে চাই।
উদ্দেশ্য কি আমার?
এক একটা ব্যাচ থেকে যদি একটা মানুষকেও আমি স্টেবল করতে পারি তাহলেও আমার ভালো লাগা কাজ করবে।
আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন,আমার মুল মোটিভ হলো- বিজনেসের পরিবেশ ও তৈরি করা আর সমাজে অবস্থান পরিপোক্ত করা।
আমার লাভ কি?
অনেক লাভ আমার।টাকা ইনকাম হবে,সুনাম হবে আর আমি লিডার হয়ে যাবো।
এভাবে ভাববেন যে সব লাভ আমার।তাহলে আপমার কষ্ট কম হবে।
আমার লস কি?
আপনাকে বললে তো বুঝবেন না।একটু হিন্টস দিই।আমি সময় দিব আমার লস এটাই সবচেয়ে বেশি হবে।এছাড়া,আপনাদের জন্য অবশ্যই আমাদের চার্জে কিছু ডিসকাউন্ট থাকবে সেটাও আমার লস কারন আমরা কোন ডিসকাউন্টে কাজ করিনা তবে অক্টোবর আর মে মাসে আমরা কিছু সুযোগ করে দিই তাই সেটাই করবো ইনশাআল্লাহ।
সবচেয়ে বড় লস কি জানেন?
ছোট থেকে বড় হবার পরে আমাকে ভুলে যাবেন বড় রা আর ছোট যারা থাকবেন তারা দুর্নাম করবেন।তবুও আমি বারবার এই কাজ করেই যাই আর করেও যাবো।
আপনাদের লাভ কি?
কোন লাভ নেই।আপনি খুঁজে বের করেন আপনার লাভ তবে অনেক বড় কিছু আশা করবেন না।ভাববেন আমি সব টাকা মেরে দিব।এতে আপনার সব লস হবে।যদি ১% ও রিটার্ন পান তাহলে আমার কথা বিশ্বাস হবে আর কষ্ট পাবেন না।
সম্পূর্ণ পোস্ট পড়ে,জেনে যদি মনে হয় কাজ করবেন তাহলে বুক করবেন সিডিউল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *