আমরা অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছি

আমরা অনেকেই চিন্তায় পড়ে যাচ্ছি এবং প্রতিনিয়ত কিছু কমন প্রশ্ন পাচ্ছি ইনবক্সে সেগুলি নিইয়েই আজ শুরু করলাম।
প্রশ্ন-১ঃ নতুন শুরু করবো কীভাবে?
উত্তর- শুরু করতে তো কিছুই লাগে না, লাগে হলো
📌 প্রবল ইচ্ছাশক্তি
📌 অদম্য মানসিকতা
📌 চারিপাশের প্রতিকুলতা জয়ের নেশা
📌 হার না মানা ধৈর্য
প্রশ্ন-২ঃ আমার তো উপরের গুলি সব ই আছে তাহলে এবার আমার কি করনীয়?
উত্তরঃ
✅ কি নিয়ে ব্যাবসা করবেন সেটা ঠিক করুন।
✅ যে পন্য নিয়ে শুরু করতে চাইছেন তার এবং বাজার চাহিদা হিসাব করুন
✅ ওই পন্য বা ব্যাবসার পিজিটিভ ও নেগেটিভ বের করুন
✅ পন্যের সোর্চিং কিভাবে হএব যাচাই করুন
✅ মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করুন
✅ যারা ইতিমধ্যে ব্যাবসা করছে তাদের খোজ খবর নিন
✅ সর্বোপরি লেখাপড়া করে ডকুমেন্ট বানিয়ে নিন
প্রশ্ন-৩ঃ এগুলি সব করেছি এবার কি করবো?
উত্তরঃ এবার কাজ হলো নাম নির্বাচন করবেন।
কিভাবে নাম নির্বাচন করবেন সেটা নিয়ে আমার পোষ্ট আছে পড়ে নিবেন।
নাম নির্বাচনের জন্য যা যা করতে পারেন-
📌 নাম ৬/৭ অক্ষরের মধ্যে হলে খুব ভালো হয়, সর্বোচ্চ ১০/১২ ক্যারেকটার
যেমন- Easysodai, ICT CARE
📌 যে নাম টি পছন্দ সেটার ডোমেইন সার্চ করুন, ওই নামে ডোমেইন না পেলে সেটি বাদ, আবার খুঁজুন।
প্রশ্ন-৪ঃ নাম নির্বাচন শেষ এবার কি করবো?
উত্তরঃ
✅ যে নাম নির্বাচন করেছেন তার ডোমেইন কিনুন।
নয়তো কি হবে?
এক কথায় ব্যাবসার নামের বৈধতা পাবেন না।
আরো বিস্তারিত জানতে আমার ডোমেইন নিয়ে করা পোষ্ট পড়ুন।
প্রশ্ন৫ঃ ডোমেইন কেনা শেষ, এবার কি করবো?
উত্তরঃ এবার দোকান কে ডেকোরেশন করুন।
সেটা আবার কি?
📌 লগো তৈরি করুন
📌 আপনার পেইজের প্রোফাইল ইমেজ বানান
📌 এবার ব্যাবসা কে প্রেজেন্ট করে এমন কভার ইমেজ বানান।
📌 কন্টেন্ট ইমেজ তৈরি করুন
📌 প্রোডাক্টে দেবার জন্য স্টিকার বানিয়ে ফেলুন, যা ভার্চুয়ালি এবং বাস্তবে ও ব্যাবহার করতে পারবেন।
প্রশ্ন-৬ঃ এই গুলি করছি এবার কি করবো?
উত্তরঃ দোকান তো সাজালেন, এবার দোকানের নিয়ম কানুন তৈরি করুন।
✅ পেইজের একটি সুন্দর পিন পোষ্ট দিন
✅ পেইজের About Section টা সাজিয়ে নিন
✅ পেইজের Message Section টা সাজিয়ে নিন
✅ পেইজের Review Section টা ঠিক করুন
✅ পেইজের ডেলিভারি চার্জ, অর্ডার পলিসি, প্রোডাক্ট রিটার্ন পলিসি সেট করুন।
✅ Page Location টি সংযুক্ত করুন
✅ Page Open/Close Range টি ঠিক করে দিন
প্রশ্ন-৭ঃ বাব বাহ আমার পেইজ সাজানো হয়ে গেছে এখন কি উপায়?
উত্তরঃ অনেক তো পরিশ্রম করেছেন এবার একটু বেচা কেনা করবেন তো?
📌 প্রথম ১৫ দিন, দিনে তিনটা করে পোষ্ট করবেন।
📌 সব পোষ্ট যেন সেল পোষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন
প্রশ্ন-৮ঃ বাব বাহ, এত খাটালেন কিন্তু বুষ্ট প্রমোট করবো?
উত্তরঃ করবেন কিন্তু নিয়ম আছে।
এটার বিস্তারিত আগেও বলেছি-
📌 পেইজে যদি লাইক বাড়াতে চান তাহলে পেইজ প্রমোট করবেন।
📌 আর যদি সেল বাড়াতে চান তাহলে পোষ্ট বুষ্ট করবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *