Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আমরা আমাদের ফেসবুক পেজের লাইক যেভাবে বাড়াতে পারি
ফেসবুক পেইজ দিয়ে হবে কি?
ফেসবুক পেজের লাইক বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। যদি না বাড়াতে পারেন, তবে আপনার পেজটি আড়ালেই পড়ে থাকবে। আর আড়ালে থাকা কোনও পেজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না।
অর্থাৎ, এই পেজটি আপনার মুল কাজে লাগবে না।
📌 কি কাজে লাগবে এই পেইজ
✅ নিজের আইডেনটিটি গড়ে তুলতে পারবেন।
✅ নিজের মতামতকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারেন।
✅ আপনার মধ্যে থাকা সৃজণশীলতার বাহ্যিক প্রকাশ ঘটাতে পারবেন।
✅ আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্যে প্রচুর ট্রাফিক ড্রাইভ করাতে পারবেন।
✅ আপনার অনলাইন কিংবা অফলাইন ব্যবসার প্রচার ও প্রকাশ ঘটাতে পারবেন।
📌 ফেসবুক পেজের লাইক বাড়ানোর উপায়
বর্তমানে প্রায় ২.৬ বিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। এত বিশাল লোকের মাঝে আপনি সহজেই কতগুলো সিম্পল ট্রিক ব্যবহার করে আপনার পেজকে জনপ্রিয় করে তুলতে পারেন। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন,ফেসবুক পেজে লাইক বাড়ানোর কিছু ব্রিলিয়ান্ট উপায়।
✅ পেজটার সহজ ও বিজনেস রিলেটেড নাম দেন
✅ পেজের একটি সুন্দর ও ইউনিক নাম রাখার চেষ্টা করুন
✅ সহজে মনে রাখা যায় এমন ইউজার নেম দিন
✅ আপনার ফেসবুক পেজকে ব্র্যান্ডিং করুন
✅ আকর্ষণীয় প্রোফাইল ও কাভার ফটো যুক্ত করুন
✅ আকর্ষণীয় প্রোফাইল ও কাভার ফটো যুক্ত করুন
✅ ফলো ও লাইক বাটন যুক্ত করুন
✅ ওয়েবসাইট বা ব্লগে ফেসবুক পোস্ট অ্যামবেড করুন
✅ পেজের কোয়ালিটি মেনটেইন করুন
✅ কোয়ালিটি কনটেন্ট আপলোড করুন
✅ ভাইরাল কনটেন্ট বানান
✅ পপুলার কন্টেন্ট পিন করে দিন
✅ মাঝে মাঝে ফেসবুক লাইভে আসুন
✅ কনটেস্টের আয়োজন করুন বা ছাড় দিন
✅ বন্ধুদের ইনভাইট করুন
✅ অন্য পেজে ট্যাগ বা মেনশন করুন
✅ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পেজটিকে প্রমোট করুন
✅ হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন
✅ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি অনুসরণ করুন
✅ পেজ রিলেটেড গ্রুপ খুলে নিন
✅ অ্যাড দিতে পারেন