প্রতিদিন যদি ১০টা ফেসবুক পেজ দেখি, তার মধ্যে ৯টার একই চিত্র —এডমিনরা নিজেদের তৈরি ম্যাসেঞ্জার গ্রুপে লিংক শেয়ার করে, সবাইকে বলে “কমেন্ট দাও, লাইক দাও, রিয়াক্ট দাও”।
এই ভেবে যে এতে পেজের রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে।
কিন্তু সত্যটা হলো — এই লিংক চালাচালি পেজকে বাড়ায় না, বরং মেরে ফেলে।
কারণটা হলো- ফেসবুক খুব স্মার্ট।
সে বুঝে ফেলে, কোন ইন্টারঅ্যাকশন সত্যিকারের অডিয়েন্সের, আর কোনটা “ম্যানেজ করা”।যখন সে দেখে একই ধরণের আইডি, একই গ্রুপ থেকে বারবার রিয়াক্ট-কমেন্ট আসছে, তখন সে সেই পেজকে লো কোয়ালিটি কন্টেন্ট সোর্স হিসেবে মার্ক করে দেয়।
ফলাফল?
অরগানিক রিচ প্রায় শূন্যে নেমে আসে।
সবচেয়ে বড় ক্ষতি হয় মানসিকভাবে —
আপনি ভাবছেন, “আমার পেজে তো রেসপন্স হচ্ছে!”, অথচ বাস্তবে কেউ আপনার কন্টেন্ট দেখছেই না।
শুধু ঐ গ্রুপের বন্ধুরা একে অপরকে ঠকিয়ে ‘ভুয়া এনগেজমেন্ট’ দিয়ে যাচ্ছেন।
আমি যখন দেখি, যারা এসে বলে “আমি করিনা” — তাদের প্রোফাইলেই ওই গ্রুপের ট্রেস থাকে।
তখন মনে হয়, আমরা নিজের ভুল দেখতে কতটা অনিচ্ছুক!
আমরা দেশের সরকার, জনগণ, সিস্টেম — সবাইকে শোধরাতে চাই।
কিন্তু নিজেরা শোধরাতে পারি না, এমনকি একটা পেজের সঠিক গ্রোথ প্রক্রিয়াটাও মানি না।
মনে রাখা জরুরী যে,রিচ কখনো লিংক শেয়ারে বাড়ে না,বাড়ে তখনই, যখন আপনি এমন কনটেন্ট দেন —
যা মানুষ নিজের ইচ্ছায় পড়ে, ভালোবাসে, আর শেয়ার করে।
ভুয়া রিয়াক্ট দিয়ে পেজ টেকে না,সত্যিকারের কন্টেন্টই ব্র্যান্ড গড়ে।