আমাদের উদ্যোক্তাদের একটা বড় সমস্যা হলো

আমাদের উদ্যোক্তাদের একটা বড় সমস্যা হলো- তারা একসাথে সব চাই, সব শিখে ও জেনে ফেলতে চাই। যেমন, দুইদিন ফেসবুকে একটু সেল হলেই বলে- আমাকে ইন্সটাগ্রাম,লিংকড ইন, গুগল এডস এসবেও এড দিয়ে দেন ভাই।
সবকিছু একসাথে শিখতে যেয়ে যেটা হয়, সবকিছু শিখে আমি দিনশেষে একেবারে শুন্য।সবকিছু একসাথে শিখতে চেয়ে আসলে কাজের কাজ কিছু হয়না,কোন লাভ হয়না।এরচেয়ে বেটার হলো- যেকোন একটা দিকে ফোকাস করুন মন দিয়ে।
আমি আমার ছাত্র-ছাত্রীদের এই কথা বলতাম,যারা শুনেছে আজ তারা সফল আর যারা সব চেয়েছে তারা বড়জোর মার্কেটিং এর জবটা করে দিন কাটাচ্ছে। কম্পিউটার সায়েন্সে পড়ে,মার্কেটিং এর চাকুরী করাটা যেমন সফলতা বলে বিবেচিত হতে পারেনা ঠিক তেমনই, সিজন্যাল সকল পন্য নিজের বিজনেসে ইন করিয়ে কিংবা সবকিছু নিজে শিখে ফেলবো এমন মানসিকতা নিয়ে আগানো যায়না।
সকল বড় কোম্পানির বেলাতেই দেখবেন সিস্টার কনসার্ন আছে।যেমন একাত্তর টিভির সকল রিপোর্টের ভিডিও তো একাত্তর টিভির চ্যানেলে গেলেই পাওয়া যায়,তবুও তারা একাত্তর খেলাযোগ কেন খুলেছে?কারন- সবকিছু একসাথে জগাখিচুড়িতে কখনো ভালোকিছু হয়না।
লক্ষ্য ঠিক করুন,ফোকাস ধরে রাখুন তবেই তো কাজে উন্নতি টের পাবেন।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *