ব্রাউজার- ইন্টারনেটে বিভিন্ন সাইট ভিজিট করার জন্য আপনার একটি ওয়েব ব্রাউজার দরকার। আপনি বলতে পারেন, এন্ড্রয়েড ফোনে এমনিতেই ডিফল্ট ব্রাউজার দেয়া থাকে। তাহলে আর কি?
অবশ্যই থাকে, তবে সব ফোনের ডিফল্ট ব্রাউজার ভালো হয়না।
আপনাকে জানতে হবে কোন ব্রাউজার কেন ব্যাবহার করবো?
যদি আপনি দ্রুত গতি আর কম ডেটা খরচ করে এমন ব্রাউজার চাইলে
অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার ব্যবহার করতে পারেন।
আপনার যদি ডেটা খরচ নিয়ে কোনো চিন্তা না থাকে, তাহলে গুগল ক্রোম মোবাইল ব্রাউজার ব্যবহার করলে দ্রুত ও সবচেয়ে ভাল অভিজ্ঞতা পাবেন।
সোশ্যাল নেটওয়ার্ক এপস– এটা বোধহয় সবার প্রিয় আলোচনার টপিক। আর সবাই হয়তো জানেন ও এটা নিয়ে বেশ। অনেকে আজকাল ইন্টারনেট ব্যবহার করেন শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক চালানোর জন্য। মোবাইলে ফেসবুক টিকে ভালোভাবে উপভোগ করার জন্য ফেসবুকের অ্যাপস ব্যবহার করলে সেবাটি সবচেয়ে ভাল উপভোগ করা যাবে। যদিও অপেরা মিনি বা ইউসি ব্রাউজারের চেয়ে এটি কিছুটা বেশি ডেটা ও ব্যাটারি খরচ করবে।
ফেসবুক লাইট নামের আরেকটি অ্যাপস আছে যেটি ফেসবুকে কম ডেটা খরচ করবে। আপনি যদি অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন টুইটার, গুগল প্লাস,ইনস্টাগ্রাম প্রভৃতি ব্যবহার করেন, তাহলে সেগুলোর অ্যাপসও ডাউনলোড করে নিন।
অনলাইন কল ও মেসেজ অ্যাপস– অনলাইনে্র মাধ্যম্নে অডিও-ভিডিও কল করা ও মেসেজ পাঠানো খুবই সাশ্রয়ী এবং সুবিধাজনক। অনলাইনে অডিও-ভিডিও কল করার জন্য
আপনি ব্যবহার করতে পারেন ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, স্কাইপ প্রভৃতি।
ইমেইল– ইমেইল হচ্ছে অনলাইনে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আপনি যে কোম্পানির ইমেইল ব্যবহার করেন তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপস ফোনেও ইনস্টল করে মোবাইল থেকেই ইমেইল পাঠাতে ও গ্রহণ করতে পারেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইমেইল সেবা হচ্ছে জিমেইল। এটি গুগলের সেবা।
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমও গুগলেরই মালিকানাধীন। অপরদিকে উইন্ডোজ নির্মাতা কোম্পানি মাইক্রোসফটের আছে আউটলুক নামের ইমেইল সেবা। সেটিও জনপ্রিয়। একসময় ইয়াহু ইমেইল জনপ্রিয় ছিল, তবে সম্প্রতি একাধিকবার হ্যাকিংয়ের শিকার হওয়ার খবর বের হবার পর থেকে অনেকেই ইয়াহু মেইল’কে নিরাপদ মনে করেননা।
তাই ইমেইল ব্যবহার করতে চাইলে জিমেইল অথবা আউটলুকই ভাল হবে বলে আমি মনে করি।
অডিও-ভিডিও– অডিও শোনার জন্য মোবাইলে মিউজিক অ্যাপ দেয়াই থাকে। সেই মিউজিক প্লেয়ার অ্যাপসের মাধ্যমে এমপিথ্রি প্লে করতে পারেন। এজন্য বাইরের অ্যাপ না হলেও চলে। অনলাইনে সরাসরি ভিডিও দেখতে চাইলে ইউটিউব অ্যাপ ব্যবহার করতে পারেন। আর মোবাইলে সেইভ করা ভিডিও দেখার জন্য ফোনের মধ্যে থাকা ভিডিও প্লেয়ার ব্যবহার করা যেতে পারে। অথবা এমএক্স প্লেয়ার ইনস্টল করতে পারেন।
বাকী অংশে আরো লিখবো ইনশাআল্লাহ।