একটা ফেসবুক পেজ কেন রেস্ট্রিকশন করে, সেটা নিয়ে ভিডিও বানিয়েছি, পোষ্ট করেছি, ব্লগেও কন্টেন্ট দিয়েছি।তবুও প্রশ্ন হলো- আমার পেজ এমন কেন হলো?
মুলত যারা ফেসবুকে এড দেন, তাদের সকলের পেজেই এটা হতে পারে,আগে কিংবা পরে।তবে এক্ষেত্রে অনেকে মনে করে থাকে যে,যাদের নিকট থেকে বুষ্ট করা হয়েছে তাদের দ্বারাই এমন হয়েছে।এটা সম্পূর্ন ভুল চিন্তা।
ঈদের এই সময়ে পেজ রেস্ট্রিক্টেড হয় অনেক বেশি।এই সময়ে অনেক বিজ্ঞাপন রান হয়, তাই ফেসবুক ভেরিফিকেশন চাই সবার কাছেই।কারন শতভাগ একুরেসি নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর বলেই এমন করে।
কেন হয় মুলত এমন-
-
এডমিন আইডির সকল ডকুমেন্টস তার এন আই ডি কার্ডের সাথে মিল না থাকলে
-
এডমিন আইডিকে ফেইক বলে মনে হলে
-
পেজের রোলে থাকা আইডি গুলির একটিভিটি সঠিক মনে না হলে
-
ফেসবুক কমিউনিটি গাইডলাইন ব্রেক করলে
-
পেজে স্ক্রিনশট শেয়ার করলে
-
পেজে ইনবক্সের স্ক্রিনশট ইমেজ দিলে
-
লোগো ব্যাতীত ইমেজ দিলে
-
একই প্রোডাক্ট ইমেজ (রিসেলিং প্রোডাক্ট) এডিট ছাড়া দিলে।
-
ব্রান্ডেড পন্যের বিজ্ঞাপন দিলে
-
পেজের এডমিন যদি সেলিব্রেটি কাউকে হেয় করে পোষ্ট করে তাহলে
-
এমন কোন লিংক শেয়ার করলে, যার অস্তিত্ব নেই
-
হেয়ার ওয়েল, বেবি প্রোডাক্ট, মেদ কমানোর বিজ্ঞাপন দিলে
-
উপরিউক্ত পন্যগুলির কন্টেন্টে কোনভাবে ক্রেতাকে ফোর্স করা বোঝালে
-
কাপড়ের ইমেজ দিলে সেটা যদি রিয়েল মনে না হয় তাহলে
-
পেজের সকল তথ্য সঠিক না হলে
-
এডমিনের আইডিতে দুই কান খোলা ছবিসহ বিস্তারিত না থাকলে
এমন অনেক রুলস আছে, আপনারা কমিউনিটি গাইডলাইন থেকে জেনে নিবেন।
এমন হলে কি করনীয়?
-
পেজে সকল রিয়েল আইডি রেখে, নিজের এন আই ডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের কপি দিয়ে ভেরিফাই করতে হয়।নিজে না পারলে এক্সপার্ট দিয়ে করিয়ে নিলে ৯৫% সময়ে এটাতে আবার বুস্ট রেস্ট্রিকশন তুলে নিবে, আর তথ্য সঠিক না হলে দেয়না।