আমার ফেসবুক আইডি ও পেজে রিচ কমে যাবার

আমার ফেসবুক আইডি ও পেজে রিচ কমে যাবার কারনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা।
এই আলোচনা বোঝার ও শোনার জন্য আপনার একটু ধৈর্য্য থাকা লাগবে একইসাথে মনে রাখার জন্য হলেও আপনাকে শেয়ার করে পয়েন্টগুলা নোট করতে হবে।
উত্তর আপনাদের কাছ থেকেই বের করতে পারা যাবে যদি আপনি আমার এই প্রশ্নগুলির উত্তর দেন।
১. আপনার ফেসবুকে কারা আছেন?
উত্তর- বিভিন্ন ধরিনের মানুষ থাকতে পারে তবে যিনি যে বাবলে থাকেন,তার সারাউন্ডিংস এ সেই বাবলের মানুষই থাকবে।
আমার আইডিতে আপনি পাবেন- উদ্যোক্তা,ছাত্র-ছাত্রী, আমার বন্ধু-বান্ধব,পরিবার-পরিজন ও আত্নীয়-স্বজন।
২. ফেসবুক আপনি কেন ব্যবহার করেন?
উত্তর – বিভিন্ন কারনে হতে পারে।যেমন ধরেন- কেউ এটাকে স্রেফ বিনোদনের মাধ্যম হিসাবে ইউজ করেন।আর কেউ এটাকে তার ক্যারিয়ার হিসাবে ইউজ করেন আবার কেউ বা আছেন ব্যবসার কাছে ব্যবহার করে।
৩. আপনি কি ধরনের কন্টেন্ট লিখেন?
উত্তর- অনেকেই বলেন যে,তাদের ব্যাক্তিগত পোস্টে রিচ থাকে,ছবিতে রিচ থাকে কিন্তু কাজের পোস্টে রিচ থাকেনা।
আমার কথাটা এখানেই।আপনি ফেসবুক কে দিচ্ছেন কি আর নিতে চাইছেন কি?
আপনার পেজে আর আইডিতে সারাদিন যদি শুধু বিজনেস করার জন্য সেল পোস্ট দিতে থাকেন তাহলে তো রিচ কমতেই থাকবে।
৪. একটা আইডি বা পেজকে কেন ফলো করবে বলেন তো?
উত্তর – নিশ্চয়ই বলবেন আমি বিজনেস করি।আমার প্রোডাক্ট দেখবে।আপডেট জানবে।কিন্তু আমার কথা হলো- আমিতো ফেসবুক চালাচ্ছি বিনোদনের জন্য।আমাকে আপনি আপনার ওয়ালে রেখেছেন।আমিতো আপনার সেল পোস্ট দেখবোনা।
নিশ্চয়ই বুঝেছেন- সমস্যা কোথায়?
হ্যাঁ,আপনার আইডিতে থাকা সার্কেলে।আপনি কাদের এড করছেন,কাদের ফলো করছেন সেগুলিই হলো বড় প্রভাবক।
৫. আপনার জ্ঞান শোনার জন্য আমি ফেসবুকে থাকবো?
উত্তর – নাহ।যদি আপনি আসলেই কপি-পেস্ট বাদ দিয়ে নিজে কিছু করেন,তাহলে আপনাকে আমি ফলো করবো কিন্তু আপনি জ্ঞান দিবেন তাও সেটা কপি পেস্ট করে কিংবা অন্য কারো লেখাকে নিয়ে এসে,এই একই জিনিস আমি কেন আপনার থেকে নিব?
বর্তমানে সমস্যা প্রখর।
এই কন্টেন্ট মনিটাইজেশন নামক মুলার ক্ষপ্পরে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতে দেখছি অনেক শিক্ষিত আর সিনিয়রদেরকেই।
আগে একটা ভালো কন্টেন্ট মানুষ শেয়ার করতো আর এখন জাস্ট কপি করে পোস্ট করে দিচ্ছে একটু বেশি লাইক কমেন্ট পাবার আশাতে।
শুধু সেটাই না,সব পোস্টেই হাইলাইট,ফ্রেন্ডস,ফলোয়ার ট্যাগ টাও করতে বাদ দিচ্ছেন না।
যদি আপনি বিজনেসই করেন ফেসবুকে,তাহলে আগে আপনাকে এইটা বলা বাদ দিতে হবে- এইটা আমার বিজনেস আইডি।
মানে কি?
আপনি ব্যবসার জন্য একরকম আর অন্য জায়গায় আর এক রকম?
ফেইক আছে নাকি কোথাও?
আপনারাই তো বলেন-
“আমরা সেটাই কিনি,যেটা চিনি”।
তো আপনি কাকে কি চেনাচ্ছেন?
কিছু মানুষের প্রোফাইলে তো সরাসরি পন্যের ছবি থাকে।ভাই নিজের একটা ছবি না দিতে চাইলে না দেন কিন্তু প্রোফাইলে অন্তত এক জায়গাগুলা ফুলফিল করেন-
1. Complete professional intro.
2. Profile.
3. Cover.
4. Complete pin post.
আপনার কন্টেন্ট এমন হতে হবে যেটাতে মানুষ শিখবে ও জানবে।এইটা করতে গেলে আপনাকেও আগে জানতে হবে।আর জানার জন্য পড়তে হবে কিন্তু আপনি তো মহাজ্ঞানী আর মহাব্যাস্ত মানুষ।শুধুই বলে বেড়ান, আমার সময় কোথায়?
যার নিজের জ্ঞান নেই,সে অন্যকে কি জ্ঞান দিবে?
যারা বিজনেস করেনা তাদেরকে হুকড করে রাখার জন্য যে রসদগুলি লাগে,সেগুলি যদি আপনার লেখা কন্টেটে নাথাকে তাহলে কেন থাকবে আপনার পেজে বা প্রোফাইলে?
সবাই কি এক কন্টেন্ট কপি করে ভাইরাল হয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে ডলার কামাবেন?
এত সহজ না।আগে ভালো কন্টেন্ট তৈরি করতে শিখুন আর দেখবেন এমনিই মানুষ পড়বে।
অনেকের দেখবেন ২০০-৩০০ বা ২-৩ হাজার রিয়াক্ট থাকে কিন্তু সেখানে কাজের কমেন্ট কয়টা আর তার ১০ সেকেন্ড ব্যাক টু ব্যাক আর বডি শেমিং ও সৌন্দর্য নিয়ে কমেন্ট কয়টা দেখবেন।
আমি আমার কথাটা বলেই শেষ করি-
আমি যাকে তাকে ফ্রেন্ড লিস্টে এড করিনা।নিজে তো কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না।আজকে ভুলে হয়তো চাপ লেগে একটা রিকোয়েস্ট গেছে,আমিন্সেটা দেখেই আনফ্রেন্ড করেছি কারন তার প্রোফাইল থেকে আমার শেখার কিছু নেই দেখলাম।
আমাকে কেউ এড দিলেই আমি তার রিকোয়েস্ট একসেপ্ট করিনা।আগে দেখি ওনার শেখার আগ্রহ কেমন,আমার লেখাগুলি উনি পড়েন কিনা।
আমার লেখাতে কয়টা রিয়াক্ট আসলো,কতজন এসে কমেন্ট করলো,সেগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।বরং কি কমেন্ট করলো আর কি শিখলো সেটা হলো গুরুত্বপূর্ণ।
ব্যবসা করেন যারা তাদের জন্য টিপস-
১. মাসের শুরুতে কন্টেন্ট ক্যালেন্ডার বানিয়ে নেন।
২. কখন আর কোন সময়ে কোন পোস্ট করতে হবে সেটা লিস্ট করেন।
৩. এক সপ্তাহ পর পর টাইম চেঞ্জ করে সঠিক টাইম টা ফিক্সড করেন।
আমার আইডি,পেজ,গ্রুপে কন্টেন্ট দেয়া দেখলেই তো একটা ধারনা পেয়ে যাবেন।
হ্যাঁ,আমার লেখাতে লাইক-কমেন্ট অন্য অনেকের চেয়ে কম বাট আমার ফ্রেন্ডলিস্ট যেভাবে আমি বাছাই করে চলি,সেই হিসাবে ঠিক আছে।
আর আমার দরকার মানুষকে শেখানো,তবে সবাই শিখলে তো হবেনা।তাই কম মানুষ শিখলেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *