আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট আসে না কেন ?

ফেসবুক পেজে লাইক কমেন্ট।
মানুষ অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এই দৃষ্টি আকর্ষণ করতে চাওয়া মানুষকে আরও সৃষ্টিশীল করেছে। সংগীত তারকা বলুন, অভিনেতা বা কবি-লেখক; সবার মূল তাগিদ তো অন্যের কাছে নিজেকে পৌঁছে দেওয়া। ফেসবুকের ‌লাইক নিয়ে ইতি বা নেতি যে আলোচনাই হোক, এটিও সেই দৃষ্টি আকর্ষণের আকাঙ্ক্ষারই ধারা।
লাইক পেতে চাওয়া খারাপ কিছু নয়। খারাপ হলো, লাইক পাওয়ার নেশায় পেয়ে বসা। এটাই মূল ভয়।
চলুন জেনে নিই ফেসবুক পেজের পোষ্টে লাইক কমেন্ট কম কেন আসছে তার কিছু কারন নিয়ে কথা বলার চেষ্টা করি।
✅ লোগো – লাইক ব্যাপার টা ডিপেন্ড করে আকর্ষনের উপরে।অনেকেই বলবেন অমুকের পেইজে লগো নাই তাও লাইক আসে আমার আসে না।
তাদের বলবো সৎ থাকলে একটু কষ্ট বেশি করতে হয়।
আর এক্সসেপশনাল ইজ নট আন এক্সামপল।
পেজের সুন্দর একটা লগো বানান।
✅ প্রোফাইল ইমেজ– সুন্দর একটি ফেসবুক পেইজ প্রোফাইল ইমেজ না থাকা এনগেজমেন্ট কমে যাবার কারন।
✅ ফেসবুক পেইজ ব্যানার– আপনার ব্যাবসার সাথে সম্পর্কিত ব্যানার না থাকা অন্তত ৯০% এফ-কমার্স ব্যাবসায়ীর এই জিনিস টা সঠিক নেই।
✅ এবাউট ও ডেস্ক্রিপশন– পেজের এবাউট সেকশন এবং ডেস্ক্রিপশনে সঠিক আর্টিকেল না থাকা পেজের রিচ ও এংগেজমেন্ট কমে যাবার কারন।তাই এটাকে সঠিক ভাবে লিখুন।
✅ কনটেন্ট লেখার ধরন– আপনার কন্টেন্ট ভালো না হলে মানুষ কেন পড়বে?
কেন ই বা ফলো করবে?
কেন ই বা শেয়ার করবে?
ধরুন, আমি আমার টাইম লাইনে লিখলাম কিছু দারুন ছবি সহ-
গতকাল আমি মারিয়া শারাপোভার জন্মদিনের দাওয়াতে গিয়েছিলাম।
এমন পোষ্টে লাইক,কমেন্ট,রিয়াক্ট অনেক পাবেন।
কথা সত্য কিন্তু ব্রান্ডিং হলো?
হলো না।
দেখুন কিভাবে লিখলে কাজ হতো-
গতকাল আই সি টি কেয়ারের (@ দিয়ে মেনশন করে) সি ই ও হিসাবে একটি দারুন দিন কাটালাম কেননা বিখ্যাত টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিনে আমি উপস্থিত ছিলাম তার নিমন্ত্রনে।সেখানে আমার উপস্থিতির কারন ছিলো ওনার কোম্পানির সাথে আমার কোম্পানির চুক্তিবদ্ধতা।
এই পোষ্টেও লাইক,কমেন্ট পাবেন সাথে একটা জিনিস অটো পাবেন।
সেটি হলো শেয়ার।
আর যত শেয়ার হবে ততই আপনার ও আপনার পেজের ব্রান্ডিং ও হয়ে যাবে।
✅ খবর দেয়া ও নেয়া– মানুষ খবর পেতে ও দিতে ভালোবাসে তাই অথেনটিক নিউজ দিতে চেষ্টা করুন।আন্দাজে সব পোষ্ট দিয়েন না।আজগুবি পোষ্ট ও না।
✅ শেয়ার কে না বলুন কপি করুন– পেজে নিউজ শেয়ার না করে কপি করুন নিচে লিখে দেন তথ্যসুত্র: অমুক তমুক।
কারন শেয়ার হলো নিজের জন্য আর পোষ্ট হলো অন্যের জন্য।
✅ পেজ আপডেট করা– কিছু সময় বিরতি দিয়ে পেজের প্রোফাইল ঠিক রেখে ব্যানার চেঞ্জ করুন।আউটলুক চেঞ্জ এনে দৃষ্টি কাড়তে হবে।
বিভিন্ন দিবস কে কেন্দ্র করে পেজের ব্যানার চেঞ্জ করুন।
সবাই বুঝুক আপনি আপডেটেড।
✅ টাইমিং– পোষ্টের টাইমিং ঠিক করুন।নিয়ম মেনে সঠিক সময়ে পোষ্ট করুন।যেন ভিজিটর রা বুঝতে পারেন এই পেজ কোন সময়ে পোষ্ট করে।
ওনারা যেন অপেক্ষা করে।
পরিশেষে- আপু ও ভাইয়া রা আমি কোন রকেট সায়েন্স জানি না তাই সব ই আমার এনালাইসিস করে দেয়া তথ্য।
ধৈর্য ধারন করে নিয়মিত এইসব কাজ করুন একসময় ফল আসবে।
৭ দিন করে লিখে লিখে কাজ করুন, এনালাইসিস করুন দেখুন কাজ হচ্ছে কিনা।
উন্নতি হলে আবার সাইকেল করুন।
এভাবে এগিয়ে জান শুভ কামনা রইলো সবার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *