ফেসবুক মার্কেটিং কনসেপ্ট- ০১
একজন কাষ্টমারের এমন মেসেজ পেয়ে বেশ ঘাবড়ে গিয়েছিলাম প্রথমে,এই অভিজ্ঞতা যেদিন প্রথম হয়েছিলো সেদিন ঘাবড়ে গেলেও এখন বেশ নরমাল মনে হয়।
প্রথমে মনে হতো, কেনো এমনটা বললো? কারন এমন কথা যিনি বলছেন,তিনি আমাদের রেগুলার ক্লাইন্ট নিয়মিত আমাদের থেকেই সার্ভিস নেন।
কেনো বন্ধ করবে এটা জানার জন্য মেসেজে ক্লিক করলাম,জানতে চাইলাম- আপু কোন সমস্যা হয়েছে কি?
সাথে সাথে দেখলাম আবার মেসেজ আসলো-
ভাইয়া আমার সব প্রোডাক্ট এখন স্টক আউট আপাতত অফ রাখেন কয়েকদিন পর প্রোডাক্ট স্টক করে নতুন করে বুস্ট নিবো।
এটা প্রথমে রেয়ার হলেও এখন, রেগুলার অনেক মেসেজ দেখতে হয়।কিন্তু সেদিন আপনাদের কি কি সমস্যা ফেস করতে হয় বিজনেসে এটা জানতে চেয়ে দেখলাম- আপনাদের হা,হুতাশ আর নিদারুন আক্ষেপের ব্যাপার টা।
এটার কারন অবশ্যই, ফেসবুক মার্কেটিং থেকে আশানুরূপ ফলাফল না পাওয়া। কেন আপনারা ফেসবুক মার্কেটিং থেকে আশানরুপ ফলাফফল পান না সেটি কি কখনো এনালাইসিস করেছেন?
যে কোন ক্যাম্পেইনে পটেনশিয়াল অডিয়েন্স টার্গেট করা ও কিভাবে CPC কমানো যায় এই দুটো বিষয় নিয়ে ক্রিয়েটিভ প্ল্যানিং ও সেটা প্র্যাক্টিক্যালি এপ্লাই করাটা অনেক বেশি গুরুত্বপুর্ণ। আর এই জন্যই অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্ট টিম অত্যন্ত প্রয়োজন যে কোন ই-কমার্সে।
আজকে ফেসবুকে মার্কেটিং এর কিছু চ্যালেঞ্জ ও তার মোকাবেলা করে একটা ক্যাম্পেইন থেকে কিভাবে ভালো ফলাফল আনা সম্ভব সেটা নিয়ে সাবলীল ভাষায় সংক্ষেপে কিছু আলোচনা করবো।
এই আলোচনা পেতে চোখ রাখুন আমার পরের পোষ্টে।