আমার সময় তার জন্যই নির্ধারিত,যার জানার আগ্রহ আছে।
এই জাতি সবচেয়ে ভালো বোঝে ইমোশন।ইমোশনকে কাজে লাগিয়ে বিজনেস করিনা কিংবা কথাও বলিনা, এইজন্য সবার কাছে একটা ট্যাগ আছে আমার- রুড বিহেভ করেন উনি।
কারো কাছে ফ্রী কিছু চাইনি আর নিজেও সেটার ফ্রী দাবী কখনোই করিনি।সামর্থ্য না থাকলে সেদিক মাড়াই নি, তাই বলে ফ্রী চাইনি।
সময়ের মারাত্বক মুল্য দিয়ে চলতে চাই আজীবন।আমি প্রয়োজনে আড্ডা দিব,ঘুমাবো,তাই বলে ইমোশনকে পুঁজি করে বিজনেস করে ব্যাস্ততা রাখিনা।
অনেকেই বলে থাকেন,আমার এত সময় নেই আপনার কন্টেন্ট পড়ার কিংবা ভিডিও দেখার।ফোনে কথা বলে কাজ করাবো নইলে নাই।আমি তাদের জন্যই আমার পেইড কনসাল্টেন্সি রেখেছি।
আমি বলি- আমার লেখা পড়তে লাগবে ১ মিনিট আর ভিডিও দেখতে হয়তো ৫-২০ মিনিট।এইখানে আমি ফ্রীতে যে তথ্য দিয়েছি,সেগুলি আপনি পেইড বিভিন্ন তাবিজ বিক্রেতার কোর্সেও পাবেন না।যার এই সময়টা ব্যয় করার ইচ্ছা নেই।তার জন্য আমার সময় নেই।
I know myself, better than anyone in this world.
আমার হিসাব টাও আমিই দিব আমার রব কে।এজন্য আমি জানি- আমি সঠিক নাকি বেঠিক।কাউকে জবাব দিতে পছন্দ করিনা।