আমার সামনে কারো দুর্নাম করলে আমি সাধারণত খুব চুপ থাকি এবং স্মিতভাবে হাসি।কারন আমি জানি,এরা আমার নামেও দুর্নাম করবে কারো কাছে।
এমন প্রমাণ আমি অনেক পেয়েছি এবং অনলাইন জগতেও পাচ্ছি।একটা সমস্যা হলো- আমি আইটির লোক,প্রমাণ সব থেকেই যায়।আমার বাস্তব জীবনের সাথে জড়িত এবং আমার সাথে কানেক্টেড সকল ডিভাইসই আমার ইশারায় চলে।
আমি এসব নিয়ে কথা বলতে গেলে চোখের সামনেই চলা অনেকের সম্পর্কে আগুন জ্বলে যাবে কিন্তু তারা এটাও জানে সৌভিক এমন করবেনা,কারন আমার শিক্ষার লেভেলটা খুব জেনারেল নয়।
এই স্ট্যাটাস অনেক অর্থ বহন করে,বুঝবে তারাই যারা ভিকটিম।