আমি উদ্যোক্তা,আমিই মালিক,যা ইচ্ছা তাই করতে পারি

মোঃ সৌভিকুর রহমান
CEO & Founder
ICT CARE & অর্জন কুরিয়ার সার্ভিস
আরে বাব বাহ, দুইটা প্রতিষ্ঠানের সি ই ও, চাইলেই সবগুলিকে এড করে লেখা যাবে হয়তো ৬/৭ টি প্রতিষ্ঠানের সি ই ও এই সৌভিক সাহেব।তার আবার কি লাগে।নিজে উদ্যোক্তা,নিজেই তো মালিক প্রতিষ্ঠানের,কেনই বা এত চাপ নিতে হবে? আমি যা ইচ্ছা করতেই পারি।
আমি এই গ্রুপটাতে একটিভ টানা ২০ টা মাস,একটিভ মানে এমনই একটিভ যে জয়েন করে যেদিন থেকে লেখা শুরু করেছি সেদিনের পরে এমন কোনদিন নেই, যেদিন আমি লিখিনাই আর পড়িনাই।
এই গ্রুপে মেম্বার সংখ্যা ৫ লক্ষ ৭৪৫০০ এর মত বা কিছু বেশি, এবং যারা লেখাপড়া করেন তাদের মধ্যে ৯৫% ই দেখি নিজেকে একজন উদ্যোক্তা বলেই দাবি করেঙ এবং আমি যেভাবে উপরে লিখলাম-জনাব সৌভিক সাহেবকে নিয়ে,ঠিক এমন করেই নিজেদের টাইম লাইনে বা ফেসবুক আইডিতে পরিচয় দেয়া।
সে আপনি যেভাবে খুশি পরিচয় দিতেই পারেন,তাতে আমার কোন আপত্তি নেই আর সেটা থাকারও কথা না।কিন্তু একটা বিষয় আমার মাথায় প্রায়ই এসে আঘাত করে,সেটা হলো- এত বড় একজন ইনফ্লুয়েন্সার থাকতেও কেন আমরা পিছিয়ে?
একটা গল্প বলি
আমি যখন শুরু করি তখন এইভাবে আইটির কোন স্কোপ ছিলোনা বললেই চলে, সেই ২০০৭ সাল থেকে আমার এই পাড়ায় আনাগোনা,আর ২০১৫ তে এসে নিজের জন্য কিছু করার চেষ্টা এবং ২০১৫ তে ফিজিক্যালি শুরু করা।
যদি বলেন,একজন ও আমার সাপোর্টার ছিলেন তাহলে ভুল ভাবছেন।আমার বাবা-মা,স্ত্রী সহ পরিবার কিংবা পরিবারের বাইরে কোন বন্ধু-বান্ধব ও আমাকে এতটুকু উৎসাহ দেন নি এই উদ্যোগ গ্রহণের জন্য।আমার সময়ে ফিজিক্যালি এভাবে দিনের পর দিন অনুপ্রেরণা দেবার মত Razib Ahmed স্যার ও ছিলেন না।
তবু স্বপ্ন দেখতাম এবং এখনো স্বপ্ন দেখি আমি, ভালো কিছু করার।বিগত ১৫ বছরের টোটাল জার্নি আমার,যা আজও চলমান এবং আমি জানি আমাকে স্বপ্নপূরনের জন্য যেতে হবে আরো বহুদুর।
আমার এই উদ্যোক্তা জীবনে,আমার অফিসের কোন employee আজ পর্যন্ত কোনদিন অফিসে আমার আগে আসতে পারেনি এবং আমার পরে যেতেও পারেননি।মানে আমি অফিসে আসি সবার আগে এবং আমি অফিস ত্যাগ করি সবার পরে।
আমাকে আমার প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে কলিগ সকলেই বলেন- স্যার, সব দিক কেন আপনাকে দেখতে হবে?দ্বায়িত্ব দিবেন আর কাজ হয়ে যাবে,আপনি শুধু কাজ বুঝে নিবেন।
আমার সরল উত্তর- যেতে হবে বহুদুর, আমি এখনো শিখি তাই নিয়মিত লেখাপড়া করি,আমার ফেসবুক জুড়ে কিসের বিজ্ঞাপন আসে জানেন?
বই এর বিজ্ঞাপন,কারন এই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স রোবট বোঝে আমার পছন্দ কি।
অথচ, আপনারা এখানে ৯০% এখনো শুরুর লেভেলের উদ্যোক্তা হয়েও স্যার কে প্রতিনিয়ত বলতে হয়- রাইটিং পোষ্ট পড়েন প্রেজেন্টেশন পোষ্ট পড়েন, রিডিং সিলেবাস পড়েন,রিডিং চ্যালেঞ্জ করেন, ম্যাগাজিন পরেন এবং কিশোর ক্লাসিক পড়েন।
কেন বলতে হবে বলুনতো?
অনেকেই বলতে পারেন- আমি কেন ম্যাগাজিন পড়ে ছবি দিই না? আমি কেন পত্রিকা হাতে ছবি দিই না?
ইংরেজী ম্যাগাজিন আর পত্রিকা আরো ১০ বছর আগে থেকেই আমার অনলাইনে পড়ার স্বভাব। অপেরা মিনি নামক ব্রাউজার টা আমার মোবাইলে তাছেই শুধু এই কাজের জন্য।
আমি কোনভাবেই নিজের গুনগান করছিনা,এবং আমি এতটা নমনীয় নই যে বলবো আমি পারিনা বা আমার দ্বারা কিছুই হয়নি।
বরং আমি বলবো- আমার ইংরেজীতে কোন দুর্বলতা নেই আলহামদুলিলাহ,এবং আমি আমার ব্যাক্তি জীবনে যা অর্জন করেছি আলহামদুলিলাহ।তবে আমি পরিশ্রম করে যাচ্ছি কারন- আমার স্বপ্ন ছোয়ার অনেক বাকি এবং আমি নিজেকে সেখানেই দেখতে চাই,যেখানে যাবার স্বপ্ন আমি দেখি।
বড় ধরনের সাফল্য পেতে হলে জীবনে সামান্য কিছু থেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সময়ের প্রয়োজনে, অবস্থার চাপে। কিন্তু যখন সাফল্য আসবে তখন অনেক ভাল লাগবে আপনার- রাজীব স্যার

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *